‘আল্লাহ আর ওম এক”, মাদানির মন্তব্য শুনে চটলেন জৈন ধর্মগুরুরা! প্রতিবাদে ছাড়লেন মঞ্চ

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লির রামলীলা ময়দানে জমিয়ত উলেমা-ই-হিন্দের অধিবেশনে মঞ্চে তুমুল হট্টগোল সৃষ্টি হয়। মৌলানা আরশাদ মাদানি (Maulana Arshad Madani) মোহন ভাগবতের (Mohan Bhagwat) সমালোচনা করে বলেন, ‘আল্লাহ ও ওম এক”। জমিয়ত উলেমা-ই-হিন্দের সম্মেলনে মৌলানা আরশাদ মাদানি বলেন, ‘আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্য ভুল। আল্লাহ ও ওম এক।”

মাদানি বলেন যে, ‘আমরা এই দেশে প্রথম জন্মগ্রহণ করেছি এবং সমস্ত মুসলমানও হিন্দু, এই বক্তব্যটি অশিক্ষিতের মতো।” যা নিয়ে জৈন গুরু লোকেশ মুনি আপত্তি জানান। এরপর জৈন এবং আরও অনেক ধর্মীয় নেতারা মাদানির মঞ্চ থেকে নেমে যান।

আরশাদ মাদানির বক্তৃতার মাঝে সেখানে উপস্থিত জৈন গুরু লোকেশ মুনি মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। তিনি বলেন, সংযোগ কর্মসূচিতে কেন এমন আপত্তিকর ঘটনা ঘটছে? এরপর তার সঙ্গে কর্মসূচিতে জড়িত আরও অনেক ধর্মীয় নেতা মঞ্চ থেকে নেমে যান।

জমিয়ত উলেমা-ই-হিন্দের মৌলানা সৈয়দ আরশাদ মাদানি বলেন, ‘আমি বড় বড় ধর্মীয় নেতাদের জিজ্ঞাসা করেছি যে, যখন কেউ ছিল না, শ্রী রামও ছিল না, ব্রহ্মাও ছিল না, তখন মনু কার উপাসনা করেছিল? কেউ কেউ বলেন, তিনি শিবের পূজা করতেন। কেউ কেউ বলে যে তিনি ওম পূজা করতেন। আমি যখন বললাম ওম কি? তিনি বললেন এটা এক ধরনের হাওয়া, যা সারা পৃথিবী সৃষ্টি করেছে। তখন আমি বললাম যে আমরা তো তাকে আল্লাহ বলি, তুমি ঈশ্বর, ফার্সিভাষীরা খোদা এবং ইংরেজিতে গড বলে।”

এর আগে জমিয়ত উলেমা-ই-হিন্দের মৌলানা মাহমুদ মাদানি তার বক্তৃতায় বলেছিলেন যে, বিজেপি এবং আরএসএসের সাথে তার কোনও শত্রুতা নেই। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো বৈষম্য করা চলবে না। মাদানি বলেছিলেন, আমাদের মধ্যে আদর্শগত পার্থক্য রয়েছে। তিনি বলেছিলেন যে, আরএসএস প্রতিষ্ঠাতার ‘Bunch of Thoughts” বইটি নিয়ে অনেক সমস্যা রয়েছে, তবে বর্তমান আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক বক্তব্যকে উপেক্ষা করা উচিত নয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর