বাংলা হান্ট ডেস্ক : পদ্ম শিবিরের (Bharatiya Janata Party) এখন পাখির চোখ ত্রিপুরা (Tripura) বিধানসভা নির্বাচন। গতকাল শনিবারই ত্রিপুরায় এক জোড়া সভায় ভাষণ দিয়ে দিল্লি ফিরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর আজ রবিবার প্রচারে ত্রিপুরায় হাজির হয়েছেন অমিত শাহ (Amit Shah)। এখানের শেষ নয়। এরপর, আগামিকাল সোমবার, আবারও আগরতলায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ত্রিপুরায় যেন চাঁদের হাট। ভোটমুখী রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এরকম ঘন ঘন যাতায়াত ভালোভাবে নিচ্ছে না তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একের পর এক ত্রিপুরা সফরকে এবার কটাক্ষ করলেন বাংলার শাসক দল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
এদিন প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরের তথ্য প্রকাশ্যে আসার পরই কুণালের বলেন, ‘ওঁদের এভাবে বারবার ত্রিপুরায় আসতে দেখে আমার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগের ডেলি প্যাসেঞ্জারির কথা মনে পড়ে যাচ্ছে। সেই সময়েও ওঁরা এরকমই যাতায়াত করেছিলেন এবং গোহারা হেরেছিলেন।’
শনিবার ত্রিপুরার আমবাসা ও উদয়পুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল সোমবারই আবারও ত্রিপুরায় ভোটপ্রচার করতে আসছেন নমো। এবার আগরতলার আস্তাবল ময়দানে সভা করবেন তিনি। অপর দিকে, রবিবার সকালে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন শাহ। চণ্ডীপুর এবং বিশ্রামগঞ্জে সভা করে যোগীন্দ্রপুরে একটি রোড শো-ও করবেন বলে জানা যাচ্ছে।
শনিবারের সভা থেকে সে ত্রিপুরার বাম-কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ করেন মোদিকে। তিনি এদিন কটাক্ষ করে বলেন, ‘কেরলে দুই দল কুস্তি করছে, অথচ ত্রিপুরায় এরাই দোস্তি করছে’। ত্রিপুরাবাসীকে হুঁশিয়ারি দিয়ে নমো বলেন, ‘জনগণের ওদের বাতিল করে দিয়েছে। তারপরও দুই দল আবার হাত মিলিয়েছে। মাথায় রাখবেন, ওদের একটা ভোট দেওয়া মানে ত্রিপুরাকে আবার পিছিয়ে দেওয়া।’ ত্রিপুরার পঁচিশ বছরের বাম শাসনকে ‘চাঁদার জমানা’ বলেও আখ্যা দেন মোদি। অদ্ভুত ভাবে মোদি বা অমিত শহের ভাষণে একবারের জন্যও তৃণমূলের নাম উল্লেখ নেই।
এদিকে, ত্রিপুরায় বাম-কংগ্রেস তো বটেই বিজেপি-কেও এক ইঞ্চি জমি ছাড়তে চাইছে না তৃণমূল কংগ্রেস। কদিন আগেই ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। একের পর এক সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারের দিনই ত্রিপুরায় সভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। বিকেল ৩টে নাগাদ বক্সনগরে সভা করার কথা রয়েছে তাঁর। আগামিকালের সভা থেকেই কার্যত ত্রিপুরার ভোট প্রচার শেষ করবেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।