আবাস কেলেঙ্কারির জের! কেরলে ED-র হাতে গ্রেফতার মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব

বাংলা হান্ট ডেস্কঃ কেরলে (Kerala) আবাস দুর্নীতির জের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডির (ED) হাতে গ্রেফতার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়েনের প্রাক্তন প্রিন্সিপ্যাল সচিব। জানা গিয়েছে এদিন মুখ্যমন্ত্রী বিজয়েনের ডেরায় পৌঁছায় গোয়েন্দা আধিকারিকরা। সেখান থেকেই কেলেঙ্কারির অভিযোগে প্রাক্তন সচিবকে (CM’s Ex Principal Secretary) গ্রেফতার করল ইডি।

কী জানা যাচ্ছে? আগে থেকেই কেরলে আবাস কেলেঙ্কারির অভিযোগ উঠছিল। এই নিয়ে পরপর টানা তিনদিন ধরে মুখ্যমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপ্যাল সচিব এম শিবশঙ্করকে (Shivasankar) জিজ্ঞাসাবাদ করছিল ইডি। অবশেষে আজ তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কেরলে গৃহহীনদের পাকা বাড়ি বানিয়ে দেওয়ার লক্ষ্যে লাইফ মিশন ( Life Mission scam) নামের একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পে দুর্নীতির অভিযোগেই গ্রেফতার হন শিবশঙ্কর।

জানা গিয়েছে, লাইফ মিশন প্রকল্পে ত্রিশূরে গৃহহীনদের মত ১৪০টি আবাস তৈরির জন্য রেড ক্রিশেন্ট নামে একটি অলাভজনক সংস্থা কেরলের সৌদি কনস্যুলেট মারফত সাড়ে ১৪ কোটি টাকা দেওয়া হয়। সেই টাকার মধ্যে দুর্নীতি করে প্রায় চার কোটি চার লাখ টাকা একাধিক প্রভাবশালী হাতিয়ে নেয় বলে অভিযোগ ওঠে।

kerala

দুর্নীতির এই অভিযোগে পূর্বেই গ্রেফতার করা হয় মুখ্যমন্ত্রীর অফিসের দুই অফিসার স্বপ্না সুরেশ এবং পিএস সারিথকে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ ও বয়ানের ভিত্তিতে এদিন ইডির হাতে গ্রেফতার হন শিবশঙ্কর। ঘটনায় ইতিমধ্যেই প্রভাবশালী যোগের খবর উঠে আসছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে বিজেপি ও কংগ্রেস। যদিও রাজ্য সরকারের নির্দেশেই প্রথম এই অভিযোগের তদন্ত শুরু হয়। পরে ইডিও এই মামলায় তদন্ত শুরু করে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর