স্বাস্থ্য দফতরে নামে ৩৭ কোটির কেলেঙ্কারি! কলকাতার আরও এক ফ্ল্যাটে হানা ED-র

বাংলা হান্ট ডেস্কঃ কসবার (Kasba) অভিজাত আবাসনে প্রায় ২১ ঘণ্টা তল্লাশি চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। এরপর শুক্রবার ভোর ৪.১০ মিনিট নাগাদ ইডি অফিসাররা সেখান থেকে বেরিয়ে যান। জানা গিয়েছে, তল্লাশি অভিযানে বেশ কিছু নথি ইডি অফিসারদের হাতে এসেছে। যেগুলি তারা বাজেয়াপ্ত করেছেন।

কী জানা যাচ্ছে? বুধাদিত্য চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্ত করতেই এদিন তার ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। জানা গিয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন চাল খাটিয়ে মোট ৩৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে।

সূত্র মারফত জানা গিয়েছে, গত বছর আনন্দপুর থানার পুলিশ একটি মামলায় বুধাদিত্যকে গ্রেফতার করেছিল। কিন্তু পরে জামিনে মুক্তি পান অভিযুক্ত। শেক্সপিয়র সরণি থানা ও নিউ টাউন থানাতেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল বলেই খবর রয়েছে।

অভিযোগ, ভুয়ো ওয়েবসাইট বানিয়ে স্বাস্থ্য দফতরে টেন্ডার দেওয়ার নাম করে টাকা নিতেন বুধাদিত্য। পাশাপাশি একাধিক ব্যক্তি, চিকিৎসা কেন্দ্র বা ক্লিনিকের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় কসবায় তার ফ্ল্যাটে হানা দেন ইডি আধিকারিকরা। রাতভর টানা তল্লাশির পর ভোরে কিছু নথি সমেত বেরিয়েও যান তারা।

ed

ইডি সূত্রে খবর, এদিন কাউকে গ্রেফতার করা হয়নি। উল্লেখ্য সম্প্রতি শহর কলকাতার একাধিক জায়গায় হানা দিচ্ছেন গোয়েন্দা আধিকারিকরা। গত সপ্তাহেই ১০-১২ জন ইডি কর্তাদের একটি দল হানা দেয় বালিগঞ্জে। গোপনীয়তা অবলম্বন করে নির্মাণ সংস্থা ‘গজরাজ গ্রুপ’ এর কর্ণধার বিক্রম শিকারিয়ার বাড়ি ও অফিসে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর