বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার বিজেপি (Bharatiya Janata Party) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের একটি টুইটের পর থেকে শুরু হয়েছে জোড় বিতর্ক। সেই টুইটে সুকান্ত অভিযোগ করেছিলেন মাধ্যমিকের (Madhyamik Examination) ইংরেজি প্রশ্নপত্র (Question Paper) ফাঁস হয়ে গিয়েছে। বিতর্কের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ চিহ্নিত করে ফেলল কোথা থেকে প্রশ্নপত্রের তিনটি পাতার ছবি বেরিয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশ দিয়েছে এই প্রশ্নপত্র কোথা থেকে বেরিয়েছে এবং কারা বার করেছে সেই বিষয়টি চিহ্নিত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
সূত্রের খবর, মালদা (Malda) জেলা প্রশাসনকে পর্ষদ ইতোমধ্যেই জানিয়েছে এই প্রশ্নপত্র কোথা থেকে বেরিয়েছে এবং সেই এলাকা ও স্কুল ও চিহ্নিত করেছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে গতকাল রাতেই একটি বৈঠক করেন মালদা জেলা প্রশাসনের সাথে। এদিন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আমরা সেই সোর্স চিহ্নিত করে ফেলেছি যারা এই কাজের সাথে যুক্ত। আমরা এই বিষয়ে মালদা জেলা প্রশাসনকে রিপোর্ট দিয়ে জানিয়েছি সাইবার ক্রাইম এর মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।
প্রসঙ্গত, মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা শুরুর প্রায় দু’ঘণ্টা বাদে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইংরেজি প্রশ্নপত্রের তিনটি পাতার ছবি দিয়ে একটি টুইট করেন। সেই টুইটে তিনি দাবি করেন মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরপর বিষয়টা নিয়ে শুরু হয় বিতর্ক। যদিও পর্ষদ এটিকে একটি পরিকল্পনামাফিক চক্রান্ত বলে দাবি করেছে।
এই বিষয়ে একটি বিবৃতি জারি করা হয় শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। পর্ষদের তরফ থেকে দাবি করা হয়, ১৬ পাতার প্রশ্নপত্রের মধ্যে থেকে মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্রের তিনটি পাতার ছবি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা হয়েছে দুপুর ১:৪০ মিনিট নাগাদ। এটি পরিকল্পনামাফিক চক্রান্ত। এটি কোনও প্রশ্নপত্র ফাঁস নয়। ফাঁস হলে ১৬ টি পাতাই হতে পারত। আমরা প্রশাসনকে এই ব্যাপারে তদন্তের অনুরোধ করেছি।