‘নোটার কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত তোলামুল পার্টি”, তৃণমূলকে তুমুল কটাক্ষ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : ‘কেউ কথা রাখে নি, কেউ কথা রাখে না।’ কেউ না রাখলেও তৃণমূল (Trinamool Congress) রেখেছে। তাদের দলের একদা ‘বিশ্বস্ত সৈনিক’ তথা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল। ত্রিপুরা নির্বাচনের আগেই শুভেন্দু (Suvendu Adhikari) বলেছিলেন তৃণমূল নোটার থেকেও কম ভোট পাবে। বাস্তবেও মিলে গেল সেই ফল। নোটার থেকেও কম ভোট পেয়ে আবার নাক কাটল বাংলার শাসক দলের। যা নিয়ে চূড়ান্ত কটাক্ষ করলেন নন্দীগ্রামের বিধায়ক।

mamata

এদিন শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ত্রিপুরার ফলাফলের একটি পরিসংখ্যান শেয়ার করেন। সেখানে তিনি তৃণমূলকে কটাক্ষ করে লেখেন, ‘মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে নোটার কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হল সর্বভারতীয় তোলামুল পার্টি।’ তবে বিরোধী দলনেতার এই খোঁচার পর এখনও পর্যন্ত তৃণমূল শিবির থেকে পাল্টা কোনও মন্তব্য আসে নি।

ত্রিপুরার ভোট প্রস্তুতি তখন তুঙ্গে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মাটি কামড়ে লড়ছেন। পদযাত্রা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী বলেছিলেন ‘ত্রিপুরাতে আমরা তৃণমূলকে কাউন্টই করিনি। আমি যতগুলো সভা করেছি, সেখানে তৃণমূলের নাম পর্যন্ত উচ্চারণ করিনি। কারণ ত্রিপুরাতে তৃণমূল নোটার থেকেও কম ভোট পাবে। আমার নাম করে লিখে রাখুন, ২ মার্চ মিলিয়ে নেবেন।’

suvendu mamata

বাস্তবে দেখা গেল হলও তাই। হুবহু মিলে গেল বিরোধী দলননেতার কথা। তৃণমূল সেই নেমে গেল নোটারও নিচে। স্বভাবতই যে ত্রিপুরা নিয়ে তৃণমূলের প্রস্তুতি ত্রিপুরাতে আমরা তৃণমূলকে কাউন্ট করিনি। আমি যতগুলো সভা করেছি, সেখানে তৃণমূলের নাম পর্যন্ত উচ্চারণ করিনি। কারণ ত্রিপুরাতে তৃণমূল নোটার থেকেও কম ভোট পাবে। আমার নাম করে লিখে রাখুন, ২ মার্চ মিলিয়ে নেবেন।’

স্বভাবতই যে ত্রিপুরা নিয়ে তৃণমূল এত প্রস্তুতি নিয়েছিল সেখানেই ভরাডুবি হল জোড়াফুলের। এর আগে গোয়াতেও লজ্জজনক হার দেখেছে বাংলার শাসক দল। জামানতই জব্দ হয়ে যায় সে রাজ্যে।


Sudipto

সম্পর্কিত খবর