‘একটা ছেলে তো তাও শপথ নিয়েছে, বাকি কংগ্রেস তো…’, কৌস্তভের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ রাতভর টানা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর শনিবার সকালে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী তথা তরুণ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)।
নেতার গ্রেফতারির পরই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। তবে দিনভর টানাপোড়েনের পর সেদিন রাতেই তাকে জামিন দেয় ব্যাঙ্কশাল আদালত।

জামিন মেলার পরই পূর্ব প্রতিশ্রুতি মতো মাথার সমস্ত চুল কামিয়ে ফেলেন কংগ্রেস মুখপাত্র। শুধু তাই নয় এদিন জামিনে মুক্তি পেয়েই মমতা বন্দোপাধ্যায় ও শাসক দলকে স্বৈরাচারী আখ্যা দিয়ে হুঙ্কার করে তিনি বলেন, যতদিন না বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করতে পারছেন ততদিন মাথায় চুল গজাতে দেবেন না তিনি। তরুণ কংগ্রেস নেতার এই প্রতিবাদী সত্ত্বা দেখে প্রশংসায় পঞ্চমুখ বিজেপির দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

কী বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি? রবিবার সকালে খড়গপুরে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেন,”একটা ছেলে তো কংগ্রেসের কমপক্ষে শপথ নিয়েছে। তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য। বাকি কংগ্রেস পার্টির তো সেরকম কিছু দেখাই যায় না। যখন দরকার হয় বিধানসভাতে তারা উলটে মমতার সঙ্গে দাঁড়ান। কমপক্ষে যুব সমাজের মধ্যে একটা জেদ এসেছে বাংলাকে বাঁচাবার জন্য একে হটাবার দরকার আছে।”

প্রসঙ্গত, গতকালও কৌস্তভের গ্রেফতারির প্রতিবাদে সরব হন দিলীপবাবু। রাজ্য সরকারের তীব্র নিন্দা করেন তিনি। বিনা কারণে যখন যাকে পারে গ্রেফতার করে মমতা সরকার। ঠিক এমনটাই শোনা গিয়েছিল তার গলায়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শাসকদলকে একজোটে বিঁধে দিলীপ ঘোষ বলেন,”চারিদিকে বোম বন্দুক, লুটপাট চলছে। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই।”

dilip ghosh

তার সংযোজন, “মুখ্যমন্ত্রীকে রাজ্য নিয়ে মুখ খুলতে দেখি না, শুধু কেন্দ্রীয় সরকার, এমনকী বিদেশের শাসক কী করছে সেদিকে নজর তার। অথচ তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বিরোধীদের মুখ বন্ধ করার ভাবনা না করে মানুষের জন্য কাজ করুন।” প্রসঙ্গত, শুধু দিলীপ ঘোষই নন, রাজনীতি ভুলে কং নেতা কৌস্তভের গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলগুলির একাধিক নেতারা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর