খারাপ সময়ে করেছিলেন মহাদেবের কাছে প্রার্থনা! দেরিতে হলেও সুখের সময় ফিরে পেলেন লোকেশ রাহুল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্যাটে নেই রান, চলছে চূড়ান্ত সমালোচনা, বছরের প্রথম মাসে ওডিআই এবং দ্বিতীয় মাসে টেস্ট ফরম্যাটে হারিয়েছেন ভারতীয় দলের (Team India) সহ অধিনায়কের দায়িত্ব। সব মিলিয়ে বিবাহের কিছুদিন আগে থেকেই সময়টা খুব একটা ভালো যাচ্ছিলো না লোকেশ রাহুলের। সাধারণত এমন পরিস্থিতিতে একজন ক্রিকেটার নিজেকে অনুশীলনে আরও ডুবিয়ে ফেলেন। কিন্তু লোকেশ রাহুল (KL Rahul) বেছে নিয়েছিলেন অন্য পথ।

ইন্দোরে টেস্টের আগে তাই সদ্য বিবাহিত লোকেশ রাহুলের নিজের স্ত্রী বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়াকে নিয়ে ইন্দোর টেস্টের আগে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরের পূজো দিয়েছেন। তার স্ত্রীর সঙ্গে তার এই পুজো করার ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল নেটিজেনদের মধ্যে। মন্দিরের গর্ভগৃহে তার ভগবান শিবকে পুজো দেওয়ার ভিডিও ভাইরালও হয়েছিল।

যদিও মনে হয়েছিল যে এমনটা করে কোনও লাভ হয়নি তার। সিরিজের তৃতীয় অর্থাৎ ইন্দোর টেস্ট থেকে বাদ পড়েছিলেন তিনি। এরপর আহমেদাবাদে তার জায়গায় দলের সুযোগ পাওয়া সমান গেলে দুর্দান্ত শতরান করার পর টেস্ট ক্রিকেটে তিনি ইতিহাস হয়ে গিয়েছেন বলে ঘোষণা করে দিয়েছিলেন অনেকে। এমনটা যখন চলছে তখন ওডিআই ফরম্যাট এর সাম্প্রতিক সময়ের ওডিআই ফরম্যাটে নিজের অন্যতম সেরা একটি পারফরম্যান্স করে নিজের যোগ্যতা প্রমাণ করলেন রাহুল।

kl vs aus

আজ সামনে মাত্র ১৮৩ রানের টার্গেট থাকলেও দ্রুত ও তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত এমন কঠিন পরিস্থিতিতে ক্রিজে আসেন লোকেশ রাহুল। তার মাথায় ছিল পর্বত প্রমাণ চাপ। শুরুতে কিছুটা অস্বস্তিতেও ভেবেছিলেন। কিন্তু অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সাথে মিলে ভারতীয় ইনিংসকে সামলাবার কাজ শুরু করেন তিনি। তাদের মধ্যে ৪৪ রানের একটি পার্টনারশিপ হওয়ার পর স্টোইনিসের শর্ট বলকে পূল করে গ্যালারিতে পাঠাতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে যান হার্দিক। কিন্তু লোকেশ রাহুল থেকে গিয়েছিলেন অচঞ্চল। এরপর ব্যাটিং করতে নামা জাদেজার সঙ্গে অত্যন্ত ধীরগতিতে রান এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি।

শেষপর্যন্ত নিজের ১৩ তম ওডিআই অর্ধশতরান করে ৯১ বলে ৭৫ রানের একটি ইনিংস খেলে দলকে জয় এনে দেন রাহুল। এই ইনিংসটি দেখার পরে মেয়েটির জন্য বলছেন যে বাবা মহাদেবের কাছে যে প্রার্থনা রাহুল করেছিলেন তা ব্যর্থ হয়নি। ফল পেতে কিছুটা সময় লেগেছে মাত্র।


Reetabrata Deb

সম্পর্কিত খবর