ISKON মন্দির দর্শনে হাজির অখিলেশ! ‘রাজনীতি যেন না হয়’, আবেদন মন্দির কর্তৃপক্ষের

বাংলা হান্ট ডেস্ক : নিজের রাজনৈতিক দলের জাতীয় সম্মেলন উপলক্ষে টানা ৩ দিন কলকাতা সফরে এসেছেন তিনি। একাধিক রাজনৈতিক কর্মসূচি সেরে রবিবার সন্ধেবেলা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) গেলেন মায়াপুরে, ইসকন মন্দিরে (ISKON Temple)। তাঁকে সঙ্গ দিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ এবং দলের অন্যান্য নেতা।

ইসকন (ISKON) মন্দির দর্শন করেন অখিলেশ। পুজো দিলেন, আরতিও দেখলেন। এরপর মুখোমুখি হলেন সাংবাদিকদের। তিনি বলেন, ‘শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ ভগবান দর্শন করে আশীর্বাদ নিতে এসেছি। সব ঘুরে দেখলাম। ভালো লাগল।’

মায়াপুর ইসকন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত। মায়াপুরে সবসময়ই নানা জায়গার মানুষের ভিড়। রবিবার সেখানেই পৌঁছন অখিলেশ যাদব। মন্দির প্রাঙ্গণে তাঁকে স্বাগত জানান ইসকনের প্রতিনিধিরা। মায়াপুরে (Mayapur) এসে প্রথমে চন্দ্রোদয় মন্দির দর্শন করেন তিনি। তারপর সমাধি মন্দিরে যান অখিলেশ যাদব।

akhilesh mayapur

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, ‘শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ ভগবানকে দর্শন করে আশীর্বাদ নিতে এসেছি। মায়াপুরের কথা অনেক শুনেছি। এবারই প্রথম এলাম। এখানে এসে চৈতন্যদেব, শ্রীকৃষ্ণের কথা, এখানকার মাহাত্ম্যের কথা সব শুনলাম। খুব ভাল লাগল।’ অবশ্য রাজনীতির বিষয়ে কোনও কথা বলতে চাননি অখিলেশ। সন্ধ্যারতি দর্শন করে ফের কলকাতার উদ্দেশে রওনা দেন অখিলেশ ও তাঁর সঙ্গীরা।

ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ‘এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আসেন। অখিলেশ যাদবও সে ভাবেই এসেছেন। আমরা ওঁকে স্বাগত জানিয়েছি। রাজনীতির আলোচনা এখানে যেন না হয়।’

Sudipto

সম্পর্কিত খবর