তিলজলা ইস্যুতে রিপোর্ট তলব করেই ক্ষান্ত নয়, কলকাতায় আসছে কেন্দ্রীয় দল

বাংলা হান্ট ডেস্কঃ তিলজলায় (Tiljala) ৮ বছরের নাবালিকা খুনের (Minor Girl Murder case) ঘটনায় উত্তাল গোটা রাজ্য। ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন। তবে শুধু রিপোর্ট তলব করেই ক্ষান্ত নয়, এবার সরেজমিনে তদন্ত করতে কলকাতায় (Kolkata) নিজেদের দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR)।

সূত্রের খবর, চলতি মাসের শেষেই এনসিপিসিআর এর চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুঙ্গ নিজেই পৌঁছবেন কলকাতা। রাজ্যে এসে মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি রাজ্য প্রশাসনের সঙ্গেও কথা বলবেন তিনি। জানিয়ে রাখি, দক্ষিণ কলকাতার তিলজলায় নাবালিকা হত্যাকাণ্ডে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এনসিপিসিআর।

তিলজলায় নাবালিকা খুনের ময়নাতদন্তের রিপোর্টে যৌন নিগ্রহের পর শিশুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রমান মিলেছে। জানা গিয়েছে, আগামী ৩ এপ্রিল উইমেন্স এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে রাজধানীতে এনসিপিসিআর এর সদর দফতরে তলব করা হয়েছে। সূত্রের খবর, একাধিকবার কড়া নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্যের বাল্যবিবাহ সংক্রান্ত রিপোর্ট জমা না দেওয়ার জন্যই এই তলব।

minor girl murder case tiljala

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় তিলজলার একটি বহুতলের ফ্ল্যাট থেকে সাত বছরের এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করা হয়। ওই বহুতলেরই অন্য একটি ফ্ল্যাটে ওই নাবালিকা তার বাবা ও মায়ের সঙ্গে থাকত। ঘটনার পর বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন অলোক কুমার নামের অভিযুক্ত। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

পুলিশি জেরায় ধৃত অলোক কুমার জানায় সন্তান লাভের আশায় এক তান্ত্রিকের পরামর্শে তিলজলার ওই শিশুকে খুন করেছে সে। অভিযুক্ত জানায় এখনও কোনও সন্তান নেই। স্ত্রী বর্তমানে গর্ভবতী। আগে বেশ কয়েকবার গর্ভপাত হওয়ায় এক তান্ত্রিকের কাছে যায় সে। নিমতলায় ঘাটের ওই তান্ত্রিকই তাকে শিশু বলির পরামর্শ দেয়। অলোকের কথায় সেই তান্ত্রিক তাকে জানিয়েছিলেন, কোনো শিশু বলি দিলেই তার স্ত্রীর সন্তানলাভ হবে। এরপরেই পরিকল্পিতভাবে ওই শিশুকে খুন করে অলোক।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর