বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন জেল বন্দি বীরভূমের বেতাজ বাদশা তথা তৃণমূলের জেলা সভাধিপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় তিনি এখন তিহার জেলে বন্দি অবস্থায় রয়েছেন। বারবার জামিনের আবেদন করলেও, তা নাকোচ হয়ে গিয়েছে। আর এদিকে, শুক্রবার রাতে কেষ্টর বীরভূমের বাড়িতে আচমকাই ভিড় জমে যায়।
বোলপুরের নিচুপট্টিতে অনুব্রতর বাড়িতে ভিড় জমা দেখেই অনেকেই চিন্তিত হয়ে পড়েন। যদিও, সেই ভিড়ে বেশীরভাগই ছিল চেনা মুখ। উল্লেখ্য, শুক্রবার রাতে জেলা, স্থানীয় তৃণমূল নেতৃত্ব বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে যান।
তবে হঠাৎ করে তৃণমূল নেতাদের অনুব্রতর বাড়িতে আনাগোনা কেন? জানা গিয়েছে যে, বাবাকে তিহার জেলে হেনস্থা করা হচ্ছে খবর শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ে অনুব্রত কন্যার। আর এরপরেই সে বাড়িতে ভাঙচুর শুরু করে দেয়। এই খবর পেয়েই অনুব্রত ঘনিষ্ঠ নেতা-কর্মীরা বোলপুরে নিচুপট্টিতে কেষ্টর বাড়িতে যান।
বলে দিই যে, অনুব্রতর মেয়ে সুকন্যাকেও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি ডেকেছিল ED। কিন্তু সুকন্যা বারবার হাজিরা এড়িয়েছেন। জানা গিয়েছে যে, অনুব্রত ঘনিষ্ঠ নেতাদের বাড়িতে দেখে আরও ভেঙে পড়েন সুকন্যা। অনুব্রত কন্যা অভিযোগ করে বলেন যে, বাবা এখানে থাকার সময় সবাই কাছে ছিলেন, আজ মুখ ফিরিয়ে নিয়েছেন।
সুকন্যার রুদ্ররূপ দেখে স্বভাবতই বাকিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তৃণমূলের নেতা-কর্মীরা সবাই তাঁর এবং তাঁর বাবার পাশে থাকার আশ্বাসও দেন। যদিও, এই বিষয়ে প্রকাশ্যে কেউই মুখ খুলতে চাইছেন না।