বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল (IPL) সাধারণত সকলে বিনোদনের জন্যই দেখে থাকেন। ব্যাকরণের বাইরে গিয়ে কিছু শট, বোলারদের হাত থেকে ভেরিয়েশন, ব্যাটারদের ছক ভেঙে কিছু করা এবং মূলত হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশায় স্ক্রিনে চোখ রাখেন দর্শকরা। আর বিশ্বের বাকি সব কটি টি-টোয়েন্টি লিগের থেকে এই ব্যাপারে অনেক এগিয়ে আইপিএল।
তবে আজ আমরা এই লিগের একটি এমন দিক নিয়ে আলোচনা করবো, যা নিয়ে হয়তো আগে আলোচনা হয়নি কখনো। আমরা বরাবর আইপিএলের ক্ষেত্রে রান কার বেশি, স্ট্রাইক রেট কার বেশি, কে বেশি আগ্রাসী ব্যাটার এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি। কিন্তু এই প্রতিবেদনে আমরা জানাবো যে কোন তিনজন ক্রিকেটার আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল খেলেছেন।
৩. রোহিত শর্মা (Rohit Sharma): আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক এবং ট্রফি জয়ের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকা ক্রিকেটার। সামিল রয়েছেন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও। কিন্তু নিজের আইপিএল কেরিয়ারে মোট ১৬৮৪ টি ডট বল খেলেছেন রোহিত। টুর্নামেন্টের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ।
২. বিরাট কোহলি (Virat Kohli): আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক। আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি অর্ধশতরানের গন্ডি অতিক্রম করা ভারতীয় তারকা। কিন্তু তিনিও সামিল রয়েছেন এই তালিকায়। আইপিএলের ইতিহাসে মোট ১৭৬৮ টি ডট বল খেলেছেন তিনি।
১. শিখর ধাওয়ান (Shikhar Dhawan): আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যিনি আইপিএলে পঞ্চাশের বেশি বার অর্ধশতরানের গণ্ডি অতিক্রম করেছেন। কিন্তু এই তালিকায় তিনি সবার ওপরে রয়েছেন। মোট ১৮২৭টি ডট বল খেলেছেন তিনি নিজের আইপিএল কেরিয়ারে।
এই প্রতিবেদনে যাবতীয় তথ্য ২০২৩ সালের আইপিএল শুরু হওয়ার আগে অবধি সীমাবদ্ধ। চলতি আইপিএলে অনেক হিসাবে পরিবর্তন ঘটতে পারে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা