বাংলাহান্ট ডেস্ক : একুশের নির্বাচনের আগে গেরুয়া শিবিরে বহু তারকা নাম লিখিয়েছেন। তবে, ফল প্রকাশ হতেই তারা আবার দলবদলে ব্যস্তও হয়ে পড়েছিলেন। কিন্তু, একুশের বিধানসভা ভোটের আগের ছবিই যেন ফিরতে চলেছে পঞ্চায়েত নির্বাচনের আগে। সম্প্রতি বিজেপিতে (Bharatiya Janata Party) যোগ দিলেন পদ্মশ্রী প্রাপ্ত পূর্ণদাস বাউলের ছেলে দিব্যেন্দুদাস বাউল। দিব্যুন্দু নিজেও বাউল শিল্পী।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) বিজেপিতে কেন এলেন দিব্যেন্দু? সেক্ষেত্রে অবশ্য একটা সুনির্দিষ্ট ব্যাখা দিয়েছেন শিল্পী। শিল্পীর কথায়, ‘একটা বাড়ি, রাজ্য বা দেশের উন্নতির জন্য স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে উন্নতির প্রয়োজন। আপনারা সকলেই জানেন বাংলার বর্তমান অবস্থা কী। এই আবহে আমি সাধারণ মানুষের কাছে নিজের বক্তব্য পৌঁছে দিতে চেয়েছি। তার জন্য একটা আলাদা প্ল্যাটফর্মের দরকার ছিল।”
পাশাপাশি তার আরোও সংযোজন, ‘আমি একা বকলে তো কেউ শুনবে না আমার কথা। আর সেই জন্যই আমি বিজেপিতে যোগদান করেছি। পঞ্চায়েত ভোটে গ্রাম বাংলায় পাঠানো হলে অবশ্যই যাব।’ এদিকে নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে দিব্যেন্দু বলেন, ‘দল যদি প্রার্থী করতে চায় অবশ্যই হব। এখন আমি নরেন্দ্র মোদীর দলের সদস্য। আমার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি যেভাবে নির্দেশ দেবেন আমি সেভাবে এগোব।’
এদিকে দিব্যেন্দুর বিজেপি যোগ প্রসঙ্গে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘বাংলার অন্যতম গর্বের মুখ পদ্মশ্রী পূর্ণদাস বাউল, তাঁর ছেলে দিব্যেন্দু দাস বাউল আজ আমাদের সঙ্গে বিজেপিতে যোগদান করছেন। তিনি নিজেও একজন বিখ্যাত বাউল শিল্পী। প্রধানমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়েই তিনি আমাদের দলে যোগ দিলেন।’ তবে, পঞ্চায়েত নির্বাচনের আগে দিব্যেন্দুর গেরুয়া যোগ যে বিজেপিকে অক্সিজেন দেবে তা বলাই বাহুল্য।