বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ২০০ তম ম্যাচটা খুব একটা স্মরণীয় হয়ে রইল না। তবে ৪১ বছর বয়সী প্রাক্তন ভারতীয় অধিনায়ক এখনো ২২ গজে ব্যাট হাতে যে দাপট দেখাচ্ছেন তা অনেকেরই চোখ কপালে তুলে দিচ্ছে। কাল সিএসকে ম্যাচ জিততে না পারলেও ধোনি আপামর ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছেন আরও একবার। চলতি আইপিএলে (IPL 2023) ব্যাট হাতে তাকে দুরন্ত ছন্দে দেখা যাচ্ছে।
ম্যাচ হারার পর মহেন্দ্র সিংহ ধোনি অবশ্য অধিনায়ক হিসেবে নিজের ২০০ তম ম্যাচ নিয়ে কোন বাড়তি উচ্ছ্বাস দেখাননি। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঠান্ডা গলায় একটি প্রশ্নের উত্তরে ধোনি জানান, “এই ধরনের মাইলফলক আমার কাছে আলাদা করে কোনও গুরুত্ব রাখে না। যে জিনিসটা গুরুত্ব রাখে সেটা হল মাঠের মধ্যে আমাদের পারফরম্যান্স কেমন হচ্ছে। দুর্ভাগ্যবশত আজ আমরা ম্যাচ জিততে পারিনি।
ধোনি যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ যে তিনি বেশ কিছুটা চাপে ছিলেন সেটা স্বীকার করে নিয়েছেন রাজস্থানের রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ব্যাট হাতে টানা ২ ম্যাচে তিনি কোনও রান না করেই আউট হয়েছেন। আজ যদি তার দল ম্যাচ হারতো তবে তাকে বেশ কিছুটা সমালোচনা সহ্য করতে হতো। কিন্তু শেষপর্যন্ত রাজস্থানের দুই অভিজ্ঞ স্পিনার অশ্বিন এবং চাহালের দুর্দান্ত বোলিং তেমনটা হতে দেয়নি।
ম্যাচ জিতে রাজস্থান রয়্যালস অধিনায়ক বলেছেন, “শেষ দুটো ওভার সত্যিই অত্যন্ত চাপের মধ্যে দিয়ে কেটেছে। আমি চেয়েছিলাম খেলাটাকে শেষ অবধি নিয়ে যেতে। কিন্তু ক্রিজে যতক্ষণ ধোনি থাকেন ততক্ষণ আপনি নিশ্চিন্ত থাকতে পারেন না। আজ আমাদের কোনও পরিকল্পনা তার বিরুদ্ধে কাজে আসেনি। তবে ধনের এই বিক্রমের জন্য আপনাকে তাকে সম্মান করতেই হবে।”
চেন্নাইয়ের এই হারের জন্য অবশ্য মহেন্দ্র সিংহ ধোনির দেরিতে ব্যাট করতে নামার সিদ্ধান্তকে দায়ী করেছেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিংহ। তার মতে রায়ডুর বদলে ধোনি যদি একটু আগে ব্যাট করতে নামতেন তাহলে হয়তো সিএসকে এই হারের ধাক্কা এড়াতে পারতো। চলতি আইপিএলে এখনো পর্যন্ত চারটি ম্যাচ খেলে তার মধ্যে দুটিতে হারের মুখ দেখেছে চেন্নাই।