IPL-এ একইদিনে দুই ভিন্ন রেকর্ড গড়লেন রাহুল ও কোহলি! খুশি ভারতের ক্রিকেটপ্রেমীরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে আইপিএলের (IPL 2023) ১৬ তম সংস্করণ। প্রতিদিনই কোনও না কোনও ক্রিকেটার নতুন কোনও রেকর্ড তৈরি করছেন। এবারের আইপিএলে রয়েছে একগুচ্ছ নতুন নিয়ম। ওই নিয়মগুলি ক্রিকেটের পরিভাষাই পরিবর্তন করে দিচ্ছে। তার মধ্যে রোজই কোনও তারকা ক্রিকেটারের অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্স এই প্রতিযোগিতাকে সমর্থকদের কাছে আরও উপভোগ্য করে তুলছে। আজ আরো একবার সেই তালিকায় উঠে এসেছে বিরাট কোহলি (Virat Kohli) এবং লোকেশ রাহুলের (KL Rahul) নাম।

চলতে মরশুমটা খুব একটা ভালো কাটছিল না লোকেশ রাহুলের। তিনি ভারতীয় দলে নিজের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব হারিয়েছেন। তার ব্যাটে ছিল না রান। অত্যন্ত ধীরগতিতে ব্যাটিংয়ের কারনে বারবার সমালোচিত হচ্ছেন। তারই মধ্যে আজ তার দল ঘরের মাঠে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংসের। কিছুটা জবাব দিলেন।

kl rahul new lsg

আজ তিনি এই মরশুমে নিজের প্রথম অর্ধশতরানটি করেন। ৫৬ বলে ৭৪ রান করে দলকে ভদ্রস্থ স্কোর অবধি পৌঁছতে সাহায্য করেন লখনৌ অধিনায়ক। কিন্তু সেটাই সবকিছু নয়। আজ তিনি দ্রুততম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৪০০০ রানের গণ্ডি অতিক্রম করেন। তার আগে অবধি এই রেকর্ডটি ছিল ক্রিস গেইলের (১১২) নামে। আজ নিজের 105 তম ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছেন রাহুল।

অপরদিকে আজ দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট কোহলি। আইপিএলে নিজের ৪৭ তম অর্ধশতরানটি তুলে নিয়েছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। তার ব্যাটিংয়ে ভর করে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফের একবার জয়ের মুখ দেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু আজ তিনি এমন একটি মাইলফলক ছুঁয়েছেন যা আগে কেউ ভাবতে পারেননি।

kohli 50 47th

আইপিএলের একদম শুরু থেকে আরসিবির হয়েই খেলে চলেছেন বিরাট। আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজের ২,৫০০ রান সম্পূর্ণ করেছেন তিনি। আইপিএলে আর কোনও ক্রিকেটার কোনও নির্দিষ্ট স্টেডিয়ামে ২,০০০ রানের গণ্ডিও অতিক্রম করতে পারেননি। বলার প্রয়োজন রাখে না তার এই রেকর্ডটি কতটা অভাবনীয়।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর