বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের একবার শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন পাকিস্তানের ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ (Javed Miandad)। মাঝেমধ্যেই নানান বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে আসাটা তার পুরনো অভ্যাস। এতদিন সাধারণত ক্রিকেটীয় বিষয় নিয়ে নানান অপ্রাসঙ্গিক মন্তব্য করে শিরোনামে উঠে আসতেন তিনি। তবে এবার তিনি নিজের মন্তব্যটি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং ভারতে বসবাসকারী মুসলিমদের নিয়ে।
তিনি নাদির আলী পডকাস্টে এসে জানিয়েছেন যে হিন্দুরা পাকিস্তানে অত্যন্ত শান্তিতে আছে এবং তাদের কোনওরকম ভাবে হেনস্থা করা হয় না। কিন্তু ভারতে বসবাসকারী মুসলিমদের ক্ষেত্রে ব্যাপারটা এক নয়। আর যে কোন দেশেই হোক মুসলমানদের ওপর অন্যায় অবিচার হচ্ছে, দেখলে তিনি চুপ করে থাকতে পারেন না। নিজের মন্তব্যের শেষে তিনি বলে দিয়েছেন ভারতীয়রা যেন তাকে ভুল না বোঝে। তিনি ভারতীয়দের বিরোধিতা করছেন না। শুধুমাত্র ভারতবর্ষে মুসলমানদের সঙ্গে যে অন্যায় হচ্ছে বলে তার মনে হচ্ছে সেই দিনই নিজের মন্তব্য সকলের সামনে তুলে ধরছেন।
এই ব্যাপারে নরেন্দ্র মোদীর প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। তিনি বলেছেন, “এর আগে যারা ভারতের প্রধানমন্ত্রীর পদের দায়িত্বে ছিলেন তারা পাকিস্তানে আসতেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতে যেতেন। আসা-যাওয়া চলতেই থাকত। প্রতিবেশীদের সবসময় হাতে হাত মিলিয়ে থাকা উচিত। তাতে উভয়পক্ষেরই মঙ্গল হবে। আপনি ভালো প্রধানমন্ত্রী, ঠিক আছে, আপনি আপনার দেশবাসীকে হতাশ করবেন না। ভারতীয় রাজনীতিবিদরা চান না যে ভারত ও পাকিস্তানের মানুষ মিলেমিশে থাকুক। কারণ তাহলে তাদের গুরুত্ব কমে যাবে। তারা একটা নোংরা খেলা খেলছে।”
“Indian politicians do not want peace between India and Pakistan. People in both countries want peace and extremists in India do not want this. Narendra Modi is playing his card,” Javed Miandad.
Do you agree with this statement from him?
Video Credits: Nadir Ali Podcast pic.twitter.com/jnKIlBtzgs
— Farid Khan (@_FaridKhan) April 17, 2023
তিনি যে প্রথমবার এমন বিতর্কিত মন্তব্য করেছেন তা নয়। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে ভারতের এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফর করতে অস্বীকার করা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জাভেদ বলেছিলেন, “ভারত যদি এশিয়ার কাপ খেলতে পাকিস্তানের মাটিতে পা না রাখে তাহলে ওরা জাহান্নামে যাক। আমি সব সময় পাকিস্তানের পক্ষে কথা বলেছি এবং এই রকম ইস্যুতে ভারতের পক্ষ নেওয়ার কোন প্রশ্নই ওঠে না। কিন্তু ব্যাপারটা হল আমাদের এই বিষয়টা হালকা ভাবে ছেড়ে দেওয়া উচিত না। এই ব্যাপারে আইসিসির কড়া পদক্ষেপ নেওয়া উচিত। যদি আইসিসি কোন কড়া পদক্ষেপ নিতে না পারে তাহলে একটা ক্রিকেটিং গভর্নিং বডি থাকার কোন প্রয়োজনই নেই।”
২০১২ সালের পর থেকে ভারত এবং পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। তারও চার বছর আগে থেকে ভারত পাকিস্তান সফরে যাওয়া বন্ধ করে দিয়েছে। অদূর ভবিষ্যতেও যে ভারত পাকিস্তানের মাটিতে পা রাখবে এমন কোনও সম্ভাবনা নেই। তবে কি এশিয়া কাপ ভারতকে ছাড়াই হবে? পাকিস্তানও কি বিশ্বকাপ খেলার জন্য ভারতের মাটিতে পা রাখবে না? জবাবগুলি আর এক বছরের মধ্যেই পাওয়া যাবে।