‘তুই বাঁচবি তো”, তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে খুনের হুমকি! গ্রেফতার BJP নেতা

বাংলা হান্ট ডেস্ক : তুলকালাম হুগলি! হঠাৎই হোয়াটসঅ্যাপে এল হুমকি মেসেজ! আতঙ্কে পুলিসের দ্বারস্থ হলেন আরামবাগ লোকসভার তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। তাঁর অভিযোগের ভিত্তিতে এই হুমকির ঘটনায় এক বিজেপি নেতাকে (BJP Leader) গ্রেফতার করল পুলিস।

ঠিক কী হয়েছিে এদিন? অন্যান্যদিনের মতোই মঙ্গলবার একাধিক কর্মসূচি ছিল তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। রাত প্রায় ১০ টা নাগাদ সেখান থেকে রিষড়ার বাড়িতে ফিরে আসেন সাংসদ। এর পর, রাত ১০ টা বেজে ২৭ মিনিট নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ যায়। তাতে লেখা, ‘তুই বাঁচবি তো?’

tmc aparupa

অপরিচিত নম্বর থেকে পাঠানো এই মেসেজ দেখেই আতঙ্কিত হন সাংসদ। রাত প্রায় ১ টা নাগাদ কলকাতা থেকে বাড়ি ফেরেন সাংসদের স্বামী শাকির আলি। তিনি জানান, তিনি ফিরে দেখেন, আড়াই বছরের মেয়েকে জড়িয়ে বসে রয়েছেন স্ত্রী। ভয়ে রীতিমতো কান্নাকাটি করছিলেন তিনি।

এরপর রাতেই পুলিসে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন তাঁরা। রাতে শ্রীরামপুর থানায় মেল করা হয় গোটা বিষয় জানিয়ে। বুধবার সকালে হার্ড কপিও জমা দেওয়া হয়। সাংসদের অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করে শ্রীরামপুর থানার পুলিস। তদন্তে জানা যায় ওই অপরিচিত নম্বরটি অম্লান দত্ত নামে এক ব্যক্তির নামে রয়েছে। গ্রেফতার করা হয় অম্লানকে

ধৃত ব্যক্তি বিজেপি নেতা বলে পরিচিত। গত পুরভোটে বৈদ্যাবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। তবে ঠিক কোন উদ্দেশ্যে সাংসদকে এই হুমকি মেসেজ তিনি পাঠিয়েছেন, বা আদৌ তিনিই পাঠিয়েছে কি না, তা এখনও জানা যাচ্ছে না।

Sudipto

সম্পর্কিত খবর