দু প্লেসিসের ব্যাটিংয়ের পর সিরাজের দুর্দান্ত বোলিং! দাপট দেখিয়ে জয় পেলো কোহলির RCB

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) অধিনায়ক হিসাবে দায়িত্ব নিতে ফের একবার জয় ফিরলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। ফ্যাফ দু প্লেসিসের (Faf du Plessis) অসাধারণ ব্যাটিং এরপর বল হাতে দুর্দান্ত বলেই মহম্মদ সিরাজের (Md. Siraj)। রিভিউয়ের সাহায্যে টপ অর্ডারের দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে এলবিডব্লিউ এবং দুই টেল এন্ডারকে বোল্ড করে মোট ৪ উইকেট নিয়ে আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবির ২৪ রানের ব্যবধানে জয়ের মূল নায়ক তিনিই।

আজ ফিল্ডিং করার সময় উপস্থিত না থাকলেও ব্যাট হাতে নিজের দক্ষতার আরও একবার পরিচয় দিয়েছেন ফ্যাফ দু প্লেসিস। ৫৬ বলে পাঁচটি চার এবং পাঁচটি ছক্কা সহ তিনি করলেন ৮৪ রান। তার এই ইনিংসের দৌলতেই ১৭৪ রান স্কোরবোর্ডে তুলতে পেরেছে মুম্বাই। এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়েও সবচেয়ে বেশি এগিয়ে অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান তারকা।

আজ চলতি মরশুমে নিজের চতুর্থ অর্ধশতরানের দেখা পেয়েছেন বিরাট কোহলিও। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পর থেকে অত্যন্ত ধীরগতিতে রান তুলছিলেন তিনি। ফলে দলের ওপর চাপ বেশ কিছুটা বেড়ে যায়। অর্ধশতরান সম্পূর্ণ করতে তার ৪০ বল লেগেছিল। শেষপর্যন্ত ৪৭ বলে ৫৯ রান করে হরপ্রীত ব্রারের শিকার হয়েছেন তিনি। তাদের দুজনের ইনিংসের ওপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানের স্কোর তুলতে পেরেছিল আরসিবি।

kohli plessis

স্যাম ক্যারান, রাহুল চাহারদের বোলিং দেখে স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই পিঠে দ্রুত গতিতে রান বলার কাজটা খুব একটা সহজ নয়। তার ওপর শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে পাঞ্জাব কিংস। শিখর ধাওয়ানের অনুপস্থিতি অত্যন্ত বেশি ভোগাচ্ছে তাদেরকে। প্রভসিমরণ সিং (৪৬) ছাড়া টপ অর্ডারের কেউই আর সেট হতে পারেননি।

গুরুত্বপূর্ণ সময় দুটি অসাধারণ রান আউট করে আরসিবি কে আরও সুবিধা করে দেন সিরাজ এবং পার্নেল। রান আউটের খুশিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেলিব্রেশন করে দেখান মহম্মদ সিরাজ। শেষদিকে জিতেশ শর্মা কিছুটা চেষ্টা করেছিলেন কিন্তু তা পাঞ্জাবকে ম্যাচ জিতানোর জন্য যথেষ্ট ছিল না। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে হারাতে ১৮.২ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে যায় প্রীতি জিন্টার দল। নিজের ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪ টি উইকেট নেন সিরাজ। আপাতত পার্পল ক্যাপও রয়েছে তার দখলে। মাঝের ওভারগুলিতে দুই উইকেট নিয়ে পাঞ্জাবকে ভাঙতে সাহায্য করেছেন ওয়ারিন্দু হাসারঙ্গাও।

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর