বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ চলতি আইপিএলে (IPL 2023) নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু আজ গোটা নাইট ব্যাটিং লাইন আপ হতাশ করেছে। শেষপর্যন্ত জেসন রয় (Jeson Roy) ও আন্দ্রে রাসেলের (Andre Russell) ব্যাটে ভর করে সম্মানজনক স্কোর বোর্ডে তুলতে পেরেছিল কেকেআর।
নাইটদের এই পারফরম্যান্স খুশি করতে পারেনি তাদের ভক্তদের। টানা দুই ম্যাচ হারার পর আজ যে কোন মূল্যে জয়ের খোঁজ করছে তাদের দল। সেই অবস্থায় দাঁড়িয়ে এরকম ব্যাটিং ব্যর্থতা কেউই মেনে নিতে পারছেন না। নাইট ভক্তদের পাশাপাশি প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং-ও এই পারফরম্যান্স দেখে হতাশ।
বিশেষ করে দুই তারকার পারফরম্যান্স দেখে খুবই হতাশ যুবরাজ। তিনি রিঙ্কু সিং এবং মন্দীপ সিং-কে উদ্দেশ্য করে লিখেছেন, “এই পরিস্থিতিতে মন্দীপ এবং রিঙ্কু যে পন্থা অবলম্বন করেছিলো সেইটি আমাকে খুশি করেনি। এই পরিস্থিতিতে আপনাকে ঝুঁকি না নিয়ে কিভাবে পার্টনারশিপ গড়ে তোলা যায়, সেইটা নিয়ে ভাবতে হতো। আপনাদের হাতে রাসেলের মত একটি অস্ত্র রয়েছে যিনি শেষ কয়েকবার খেলার গতিপথ বদলে দিতে পারেন। কিন্তু তারা তেমনটা করেননি।”
এক দিক সামলে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা শুরু থেকে করে যাচ্ছিলেন জেসন রয়। কিন্তু ৪৩ রান করার পর কুলদীপ যাদবের শিকার হন ইংল্যান্ডের তারকা ওপেনার। এরপর নাইট রাইডারকে ভদ্রস্থ স্কোর অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আন্দ্রে রাসেলের ওপর। সেই লক্ষ্যে নিজের শিকার হিসেবে তিনি বেছে নেন বাংলা রঞ্জি দলের বোলার মুকেশ কুমারকে। শেষ ওভারে তার বলে পরপর তিনটি ছক্কা মারেন রাসেল। নিজে ৩৮ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন ১২৭ রানের স্কোর অবধি।
আজ দীর্ঘদিন পর আইপিএলের মঞ্চে মাঠে ফিরে দুর্দান্ত বোলিং করেছেন অভিজ্ঞ ফাস্ট বোলার এই ইশান্ত শর্মা। নিজের ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন ভারতের তারকা পেসার। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, অনরিখ নোকিয়াও। তাদের দাপুটে বোলিংয়ের সামনে কোন সুযোগই পায়নি কেকেআরের ব্যাটাররা।