দুটো মোবাইলই নিয়ে গেছে CBI, অগত্যা সাতসকালেই ফোন কিনতে ছুটলেন তৃণমূল বিধায়ক

বাংলাহান্ট ডেস্ক : তাপস সাহাকে জিজ্ঞাসাবাদের পর সিবিআইয়ের পক্ষ থেকে তার দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিয়ে চলে যাওয়া হয়। সিবিআই চলে যাওয়ার পরই তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা সকাল সকাল দোকানে গিয়ে হাজির নতুন মোবাইল ফোন কিনতে। সিবিআই আধিকারিকরা গতকাল দুপুর সাড়ে তিনটের সময় হানা দেয় তেহট্টের (Tehatta) তৃণমূল (Trinamool Congress) বিধায়ক তাপস সাহার বাড়িতে।

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কিছুদিন আগেই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ চলাকালীন সময় তার দুটি মোবাইল ফোন ফেলে দেন পার্শ্ববর্তী পুকুরে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্ক সিবিআইও। তদন্তে গিয়ে তাপস সাহার মোবাইল দুটি প্রথমেই বাজেয়াপ্ত করে সিবিআই। তাপস সাহার কথায়, “ওরা ভেবেছিল আমার বাড়ি থেকে ১০–২০ কোটি টাকা, ১০ কেজি সোনা পাওয়া যাবে। কিন্তু কিচ্ছু পায়নি।’‌

গতকাল বিকেল থেকে প্রায় ১৫ ঘণ্টা তাপস সাহার (Tapas Saha) বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকেরা। তল্লাশি শেষে আজ সকাল বেলা সিবিআই আধিকারিকরা বেরিয়ে যান তৃণমূল বিধায়কের বাড়ি থেকে। তারা সাথে নিয়ে যান তাপস সাহার দুটি মোবাইল ফোন। সিবিআই চলে যাওয়ার পরই ঈদের দিন মোবাইলের দোকানে হাজির হন তাপস সাহা।

স্থানীয় একটি দোকান থেকে নতুন মোবাইল কিনেছেন বলেই জানা গিয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল সেটি স্মার্টফোন নয়। তিনি একদম সাধারন একটি ফোন কিনেছেন। একটি নতুন সিম কার্ডও কেনেন তিনি। তাপস বাবু জানিয়েছেন, ঈদের দিন তাকে ফোন করতে হয় অনেক জায়গায় শুভেচ্ছা জানানোর জন্য। এছাড়াও অনেকে তাকে ফোন করেন। তাই ফোন ছাড়া তার চলবে না।

tapas saha 2

তাপস সাহা মনে করেন, আবার তদন্তের স্বার্থ দেখিয়ে যদি মোবাইল নিয়ে নেয় সিবিআই অফিসাররা তাহলে সেটাও যাবে। তাই গেলে যাতে সস্তার কিপ্যাড ফোন যায় সেজন্য এমন মোবাইল ফোন কিনেছেন তিনি। সিবিআই একবার ফোন জমা নিলে তা দিতে অনেক সময় লাগিয়ে দেয়। তাই আপাতত কিপ্যাড ফোন দিয়েই কাজ চালাবেন তিনি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর