MI বনাম PBKS, ধাওয়ান বনাম রোহিত দ্বৈরথ না হলেও নজর রাখুন এই তারকাদের ওপর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং পাঞ্জাব কিংস (Punjab Kings)। মুম্বাই ইন্ডিয়ান্স টানা তিনটি ম্যাচ জিতে বর্তমানে বেশ আত্মবিশ্বাসী। অপরদিকে শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে পাঞ্জাব কিংসের পারফরম্যান্স কিছুটা মিশ্র মানের। তাদের বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারের মুখ দেখতে হয়েছে। আজ জয়ে ফিরতে মরিয়া তারা।

ওয়াংখেড়ের পিচ সাধারণত বড় রানের ক্ষেত্রে সহায়ক বলেই মনে করা হয় আগের ম্যাচগুলি দেখে। সেক্ষেত্রে টস জয়ী অধিনায়ক প্রথমে বোলিং করে পরে রান তাড়া করার সিদ্ধান্ত নেওয়াটাই বেশি যুক্তিযুক্ত বলে মনে করতে পারেন। শেষবার এইচডিতে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে রান তাড়া করে মুম্বাই অতি সহজেই জয় হয়েছিল।

আজ নজরে থাকবেন অধিনায়ক রোহিত শর্মার নিজে এবং তার দলের তরুণ তারকা তিলক ভার্মা। সেই সঙ্গে টানা চতুর্থ ম্যাচে জয় পাওয়ার জন্য ক্যামেরন গ্রিনের অলরাউন্ড দক্ষতার ওপরও ভরসা করতে হবে রোহিতকে। শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে পাঞ্জাবকে একটা ভালো স্টার্ট দেওয়ার দায়িত্ব থাকবে ম্যাথিউ শর্টের ওপর। ভালো ফিনিশ করার দায়িত্ব থাকছে শাহরুখ খানের কাঁধে।

সম্ভাব্য পাঞ্জাব কিংস একাদশ: অথর্ব টাইডে, প্রভসিমরণ সিং, ম্যাথু শর্ট, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, জিতেশ শর্মা, স্যাম ক্যারান, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, অর্শদীপ সিং, রাহুল চাহার

সম্ভাব্য মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: ঈশান কিষান, রোহিত শর্মা, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, নেহাল ওয়াদেরা, অর্শদ খান, ঋত্বিক শওকিন, পীযুষ চাওলা, বেহেরেনদর্ফ

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর