স্বপ্নের মতো সুন্দর! এই রাজ্যে নতুন গ্রিনফিল্ড করিডোর গড়ছে মোদী সরকার, ছবি শেয়ার করলেন গডকড়ি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার (Central Government) জনগণের সুবিধার্থে সড়ক নির্মাণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদান করছে। সম্প্রতি সামনে আসা পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত নয় বছরে দেশে প্রায় ৫০ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে। সরকারি পরিসংখ্যান থেকেই এই তথ্য পাওয়া গেছে।

এর ফলে সাধারণ মানুষের যাতায়াতের পাশাপাশি পণ্য পরিবহণ, জনগণের সাথে সংযোগ স্থাপন এবং অর্থনৈতিক কার্যক্রম আরও সহজ হয়ে উঠবে। এছাড়াও, সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই রেশ বজায় রেখেই এবার কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন।

মূলত, তিনি তামিলনাড়ুতে কেন্দ্রের ভারতমালা প্রকল্পের অধীনে একটি নতুন গ্রিনফিল্ড করিডোর নির্মাণের বিষয়টি নেটমাধ্যমে জানিয়েছেন। পাশাপাশি এই সংক্রান্ত কয়েকটি গ্রাফিক্যাল ছবিও সামনে এনেছেন তিনি। টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, “ভারতমালা প্রকল্পের অধীনে তামিলনাড়ু রাজ্যে একটি নতুন গ্রিনফিল্ড করিডোর প্রকল্প চলছে। এর মধ্যে রয়েছে চেন্নাই বন্দর থেকে মাদুরাভোয়াল পর্যন্ত ডাবল টায়ার ৪-লেন এলিভেটেড করিডোর।”

পাশাপাশি, তিনি আরও জানিয়েছেন এই প্রকল্প শেষের পরে স্থানীয় ট্রাফিক চলাচল পৃথক করা সম্ভব হবে। যার ফলে চেন্নাইয়ের যানজট হ্রাস পাবে। এছাড়াও, বন্দরের হ্যান্ডলিং ক্যাপাসিটি দ্বিগুণ হবে, বন্দরে অপেক্ষার সময় কমবে এবং বন্দরে চলাচলকারী যানবাহনের যাতায়াতের সময়ও এক ঘন্টা কমবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত সরকার দেশে জাতীয় সড়কের পরিকাঠামোর সক্ষমতা বাড়াতে গত নয় বছরে বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়ন করেছে। ইতিমধ্যেই ভারতমালা প্রকল্পের অধীনে ১,৩৮৬ কিলোমিটারের দেশের দীর্ঘতম দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে। যার দিল্লি-দৌসা-লালসোট বিভাগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর