পোয়েনজিৎ থেকে প্রসেনজিৎ, এত লম্বা কেরিয়ারে ‘ইন্ডাস্ট্রি’র প্রথম ছবি কী ছিল জানেন?

বাংলাহান্ট ডেস্ক: টলিউড ইন্ডাস্ট্রির সর্বেসর্বা বলতে একজনেরই নাম মনে আসে। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। জনপ্রিয়তা হোক বা সাফল্য দুটোই তাঁর কেরিয়ারে রয়েছে ভরপুর মাত্রায়। ইন্ডাস্ট্রিতে স্টারকিডের কনসেপ্টটা সম্ভবত তিনিই শুরু করেছিলেন। খ্যাতনামা অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তিনি। বাবা বলিউডে বেশি জনপ্রিয় হলেও ছেলে প্রসেনজিৎ বাংলা সিনে ইন্ডাস্ট্রির জন্যই নিজের সর্বস্ব দিয়েছেন।

দীর্ঘ তিন দশক টলিউড ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রসেনজিৎ। প্রচুর ছবি রয়েছে তাঁর ঝুলিতে। বর্তমানে ফের বলিউডে কামব্যাকও করেছেন তিনি। সেখানেও হয়েছেন সফল। মধ্য বয়সেও প্রসেনজিতের উদ্যম রীতিমতো ঈর্ষণীয় অন্য অভিনেতা অভিনেত্রীদের কাছে। এই বয়সে এসেও নায়কের ভূমিকায় অভিনয় করছেন তিনি।

prosenjit 1

কিন্তু প্রসেনজিতের কেরিয়ারের প্রথম ছবি কী ছিল জানেন? তখন অবশ্য নায়ক হয়ে ওঠেননি তিনি। বিশ্বজিৎ পুত্র হিসেবে টলিউডে প্রথম থেকেই আলাদা একটা পরিচিতি ছিল ছোট্ট বুম্বার। শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। সেটা ১৯৬৮ সাল।

এরপর দীর্ঘ বিরতির পর ১৯৮৩ সালে ‘দুটি পাতা’ ছবির মাধ্যমে ফের কামব্যাক করেন প্রসেনজিৎ। তবে এবার নায়ক হিসেবে। যদিও তাঁর কেরিয়ারে মাইলস্টোন হয়ে রয়েছে ‘অমর সঙ্গী’ ছবিটি। এই ছবিই তাঁকে প্রসেনজিৎ হিসেবে একক খ্যাতি এনে দিয়েছিল। আজো তাঁর এই ছবি মনে গেঁথে রয়েছে সিনেপ্রেমীদে।

সুদীর্ঘ কেরিয়ারে অনেক ধরণের ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ। মূলধারার বাণিজ্যিক ছবি দিয়ে সফর শুরু করেছিলেন তিনি। মফস্বলে ‘পোয়েনজিৎ’ নামে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। সেটাই এনে দিয়েছিল স্টারডম। ধীরে ধীরে সময় বদলানোর সঙ্গে সঙ্গে নিজের ছবির ধরণ এবং অভিনয়ও বদলেছেন প্রসেনজিৎ। উপহার দিয়েছেন অটোগ্রাফ, মনের মানুষ, প্রাক্তন, জ্যেষ্ঠ পুত্র, কাছের মানুষ এর মতো ছবি। সম্প্রতি বলিউডে ‘জুবিলি’ সিরিজের মাধ্যমে কামব্যাক করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।


Niranjana Nag

সম্পর্কিত খবর