বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষন সিংয়ের বিরুদ্ধে মহিলা ক্রীড়াবিদদের অসম্মান করার কেস নথিবদ্ধ না হওয়ায় একসঙ্গে প্রতিবাদের পথে নেমেছেন ভারতের সকল বিখ্যাত কুস্তিগীররা। একত্রিত হয়ে তাদের চেয়ে প্রতিবাদ চলে যাচ্ছে তা এই মুহূর্তে গোটা দেশের সাড়া ফেলে দিয়েছে। কুস্তির জগতের বাইরের মানুষরাও এই আন্দোলনে নিজেদেরকে সামিল করছেন বা মৌখিকভাবে পাশে থাকছেন।
এবার দেশের কুস্তিগীরদের এই ধর্নার প্রতি সমর্থন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেযে দাবি নিয়ে কুস্তিগীররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই দাবীকে সমর্থন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল এই মুহূর্তে নানা বিষয় নিয়ে কিছুটা বেকায়দায় রয়েছে। আজ বিচারপতি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিষয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তা নিয়ে প্রাথমিকভাবে কিছুটা খুশি হলেও পরবর্তীতে দেখা গিয়েছে তাতে তাদের খুব একটা লাভ হচ্ছে না।
এরই মধ্যে আজ দুপুরে মমতা ব্যানার্জি এই টুইট করে সমালোচকদের কিছুটা প্রশংসা কুড়িয়েছেন। তিনি নিজের টুইটে বলেছেন, “যে কুস্তিগিররা প্রতিবাদ জানাচ্ছেন, তাদের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত। ওরা সবাই একত্রিত হয়ে কথা বলছে। আমাদের ক্রীড়াবিদরা এই দেশের গর্ব। ওরাই প্রকৃত চ্যাম্পিয়ন। আসল দোষী যে রাজনৈতিক দলের সাথেই যুক্ত হোক না কেন, তাঁকে প্রকাশ্যে আনা উচিত। সঠিক বিচার হওয়া দরকার। সত্যের জয় হোক।”