বাংলাহান্ট ডেস্ক : প্রথমদিকে বাজার ধরতে রিলায়েন্স জিও (Reliance Jio) সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিয়েছিল গ্রাহকদের। এরপর তারা বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান লঞ্চ করে। কম খরচে ৪জি পরিষেবা দেওয়ায় অধিকাংশ গ্রাহক অন্যান্য অপারেটর ছেড়ে রিলায়েন্স জিওকে বেছে নেন। কিন্তু এরপর সময় যত এগিয়েছে ততই বেড়েছে রিচার্জ প্ল্যানের মূল্য।
এবার গ্রাহকদের খানিকটা স্বস্তি দিয়ে স্বল্প খরচার একটি প্ল্যান লঞ্চ করল জিও। এই প্ল্যানটির বৈধতা ৩৩৬ দিন। একবার এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে সারা বছর নিশ্চিন্তে থাকা যাবে। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড কলিং এর সুবিধা। থাকবে ২৪ জিবি হাই স্পিড ডেটা।
বর্তমান বাজারে এইরকম একটি প্ল্যানই রয়েছে জিওর। যে সকল গ্রাহকরা কম ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি আদর্শ। জিও ফোন গ্রাহকরা এই প্ল্যানটির আনন্দ উপভোগ করতে পারবেন। দেশজুড়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জিও ফোন গ্রাহকের সংখ্যা। সেই কথা মাথায় রেখে কোম্পানি সস্তার এই প্ল্যান লঞ্চ করেছে।
কী কী সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে?
আনলিমিটেড কলিং থেকে ডেটা, এমনকি এসএমএস করার সুবিধা রয়েছে এই রিচার্জ প্ল্যানে। এই প্ল্যানটির খরচ ৮৯৫ টাকা। মাসের হিসেবে ৮১ টাকা করে পড়বে গ্রাহকের। একবার এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন ৩৩৬ দিনের বৈধতা। ৩৩৬ দিন জিও ফোন গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড ফোন করতে পারবেন।
এছাড়াও ২৪ জিবি হাই স্পিড ডেটা ব্যবহার করে গ্রাহকরা ফেসবুক, ইউটিউব, গুগলের মতো অনলাইন পরিষেবার আনন্দ উপভোগ করতে পারবেন। এছাড়া গ্রাহকরা প্রতি ২৮ দিনে ৫০টি করে এসএমএস এর সুবিধা পাবেন। সব মিলিয়ে গ্রাহকদের যে সোনায় সোহাগা হবে একথা বলাই বাহুল্য।