বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জীবন থেকে কি অবসর নিচ্ছেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)? বিগত কয়েক মাস ধরে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে টলিপাড়ায়। ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সদস্য, এক সময়ের জনপ্রিয় ফেলুদার হঠাৎ করে অভিনয় ছেড়ে দেওয়ার খবরে মাথায় হাত পড়েছিল অনুরাগী এবং সিনেপ্রেমীদের। কিন্তু সব্যসাচী কি সত্যিই অভিনয় ছেড়ে দিচ্ছেন? কী বললেন প্রবীণ অভিনেতা?
মঙ্গলবার কিংবদন্তি সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পরিচালক পুত্র সন্দীপ রায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রাক্তন ফেলুদা। সেখানে ফের একই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। সংবাদ মাধ্যমকে সব্যসাচী স্পষ্টই বলেন, বয়স তো আর থেমে নেই। তা বেড়েই চলেছে। তাই আপাতত খানিক বিরতি নিয়েছেন তিনি। তবে তা চিরন্তন নয়।
সত্যজিৎ আরো বলেন, তিনি কাজ করা কমিয়ে দিয়েছেন মানেই যে অবসর নিয়েছেন এমনটা কিন্তু নয়। একটা উদাহরণ দিয়ে অভিনেতা বলেন, চা দেওয়ার পর তিনি যদি বলেন যে এখন চা খাবেন না। এর মানে ওই মুহূর্তে তাঁর খাওয়ার ইচ্ছা নেই। এমন তো নয় যে চিরতরে চা খাওয়াই ছেড়ে দিলেন। অভিনয়ের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম।
বাংলাহান্টের সঙ্গে সাক্ষাৎকারেও সব্যসাচী বলেছিলেন, করোনা হওয়ার পর থেকে কিছুটা দুর্বলতা রয়ে গিয়েছে। তাই কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন। আসলে বাংলাদেশে চলচ্চিত্র উৎসবে গিয়ে সেখানকার সংবাদ মাধ্যমের কাছেই অভিনেতা প্রথম বলেছিলেন অভিনয় ছাড়ার কথা।
কিন্তু বিষয়টা নিয়ে শোরগোল পড়তে এক সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেছিলেন, তিনি বলেছেন এক আর লেখা হয়েছে আরেক। তাঁর মুখে জোর করে কথা বসানো হয়েছে। তবে কাউকে তিনি আসল কথাটা জানাতে যাননি।