বাংলা হান্ট ডেস্কঃ আগামী কাল ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই খুশিতে মাতোয়ারা সকলে। এরই ঠিক তার আগের দিন সোমবার আদালতে হাজিরা দিতে এসে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কণ্ঠে শোনা গেল বিশ্বকবির কবিতার দুটি লাইন। সাথেই একেবারে ফুরফুরে মেজাজে প্রাক্তন শিক্ষামন্ত্রী।
বঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় হাজিরা দিতে আজ আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আদালত চত্বরে তার গাড়ি ঢুকতে না ঢুকতেই তাকে ঘিরে সাংবাদিকদের ভীড়। গাড়ি থেকে নামার সময় একগাল হাসি নিয়ে কবিতার দু’লাইন শোনালেন পার্থবাবু।
নিজেই বললেন, “আমি শুধু একটা কবিতার লাইন বলব।’’ ‘মসি লিপি দিল তবুও ঢাকিলো না ছবি। অগ্নি দিল তবুও গলিল না সোনা’, কবিগুরুর কবিতার এই দুটি লাইনই শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। তবে তাৎপর্য হল এই দুই লাইনই তার গ্রেফতারি এবং পরবর্তী ঘটনাপ্রবাহের সঙ্গে বেশ অর্থবহ।
‘মসী’ শব্দের অর্থ কলঙ্ক বা কালি। গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নামে। রাতারাতি তৃণমূলের সমস্ত পদ থেকে বিতাড়িত হয়েছেন তিনি। প্রায় এক বছর হতে চললেও এখনও তিনি জেলবন্দি। তবে কী আজ এই কবিতার মধ্য দিয়ে নিজের ওপর আসা কালিমা সরিয়ে নিজেকে সোনার সাথে তুলনা করলেন তিনি?
এখানেই শেষ নয়, এদিন অভিষেকের প্রশংসাও করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের সকল মানুষদের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে নবজোয়ার কর্মসূচী শুরু করেছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গেই এদিন পার্থ বলেন, ‘‘১০০ শতাংশ সফল এই কর্মসূচি।’’ শুধু তা-ই নয়, তাঁর আরও সংযোজন, ‘‘নবজোয়ারে জনজোয়ার এসেছে।’’