বাংলাহান্ট ডেস্ক : এলআইসি (LIC) অথবা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম বিমা কোম্পানি। ভারত সরকারের অধীনস্থ এই বিমা সংস্থা দেশের সর্ব ধরনের মানুষের জন্য বিভিন্ন স্কিম নিয়ে আসে। এলআইসির বিভিন্ন প্ল্যান এর মধ্যে থেকে আপনিও একটি প্ল্যান গ্রহণ করতে পারেন।
আর এই বিমার সৌজন্যেই সুরক্ষিত করতে পারেন আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎ। আজ এলআইসির এমনই একটি প্ল্যান সম্পর্কে আমরা আপনাদের জানাবো। এলআইসি বিমা রত্ন প্ল্যান সম্পর্কে আজ আমরা আলোচনা করব। এটি একটি নন-লিঙ্কড, ব্যক্তিগত, সেভিংস জীবন বিমা পরিকল্পনা।
এলআইসির এই প্ল্যানটি গ্যারান্টি যুক্ত বোনাস অফার করে। আপনার আয় ও ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী আপনি এই প্ল্যানে বিনিয়োগ করতে পারেন। ২০ থেকে ২৫ শতাংশ মানিব্যাক সুবিধা পাওয়া যায় এই স্কিমটিতে। প্ল্যানের মেয়াদ পূর্তিতে রিটার্ন হিসেবে মোট অর্থের ৫০ শতাংশ টাকাই পাওয়া যায়।
এই প্ল্যানে অর্থ ফেরত পাওয়া যায় ১৫ বছরের পরিকল্পনার জন্য ১৩ তম এবং ১৪ তম বছরে, ২০ বছরের পরিকল্পনার জন্য ১৮ এবং ১৯ তম বছরে এবং ২৫ বছরের পরিকল্পনার জন্য ২৩ তম এবং ২৪ তম বছরে। বিমারত্ন প্লানে প্রতি হাজার টাকায় ৫ বছরের প্রিমিয়ামে ৫০ টাকা বোনাস পাওয়া যায়।
৫৫ টাকার বোনাস পাওয়া যায় ৬ থেকে ১০ বছরের জন্য করা বিনিয়োগে। ৬০ টাকা বোনাস পেয়ে যাবেন পরবর্তী মেয়াদ পূর্তিতে। পলিসি হোল্ডাররা বিমা রত্ন প্ল্যানে কমপক্ষে পাঁচ লক্ষ টাকা রিটার্ন পান। সর্বাধিক রিটার্নের কোনো উচ্চ সীমা নেই। এই প্ল্যানটি নেওয়া যেতে পারে ১৫ বছর, ২০ বছর এবং ২৫ বছরের জন্য। ৫৫ বছর বয়স পর্যন্ত এতে বিনিয়োগ করা যেতে পারে।