“আমি দামাল নই, চিরকাল সম্মানটাই চেয়েছিলাম,” হঠাৎ কেন এমন বললেন চিরঞ্জিত ?

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় টলিউডের একের পর এক হিট ছবি দিয়েছেন দর্শকদের। তাপস পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty) ৯০ দশকের বাংলা সিনেমা এক অবিচ্ছেদ অঙ্গ। কিন্তু একটা সময় টলিউডের রাজত্ব করা এই নায়ক কেমন আছেন এখন? যে দলের উনি সাংসদ সেই দলের বিরুদ্ধে উঠেছে একের পর এক দুর্নীতির অভিযোগ।

কিন্তু তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগ ওঠেনি। এই নিয়ে কী বলছেন চিরঞ্জিত চক্রবর্তী? সুদর্শন চেহারার অধিকারী চিরঞ্জিত চক্রবর্তী জীবন শুরু করেছেন নায়ক হিসেবে। এরপর তিনি কিছু ছবি পরিচালনাও করেন। তবে বর্তমান সময়ে তাকে খুব একটা ছবিতে দেখা যায় না। সাম্প্রতিক সময়ে কিছু অন্য চরিত্রে তিনি অভিনয় করেছেন।

কিন্তু এত সফলতার পরে তার মনে জমে রয়েছে কিছু কালো মেঘ। চিরঞ্জিত অবশ্যই বলছেন কখনোই নিজেকে সম্পূর্ণভাবে তুলে ধরা উচিত নয়। এরই সাথে চিরঞ্জিতের বক্তব্য, “সম্মান চেয়েছিলাম আমি চিরকাল। সম্মানটা পেয়ে গেলাম। কোনো স্ক্যান্ডালে আমি জড়িত সেটা কেউ বলে না। কারণ কোনো কেস নেই আমার নামে। সেই কারণে সম্মানটাই নিয়ে যাচ্ছি আমি..।”

Chiranjit

একটি সাক্ষাৎকারে চিরঞ্জিত গর্বের সাথে বলছেন, “কোনদিনই আমি দামাল নই। নিজের সীমার মধ্যে থাকতেই আমি স্বাচ্ছন্দ বোধ করি। একাই ঘুড়ি ওড়াতাম। আনন্দ করতাম। কখনো কখনো ঘুড়িটা কেটে গেলে বুঝতে পারতাম না নিজে থেকে কেটে গেছে নাকি কেউ ফেলে দিয়েছে। আকাশের দিকে চোখ রাখতাম। খুঁজে পেতাম না। তখন আমার মনে হতো ঘুড়িটা হয়তো মেঘের উপরে রয়ে গেছে। এমন মানসিকতার লোকের দুষ্টুমিটা আসেনা।”

 

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর