বাংলাহান্ট ডেস্ক : সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অধিকার নয়, এটা সরকারের ঐচ্ছিক বিষয়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মহার্ঘ ভাতা নিয়ে বলতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন। আজ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের কেন্দ্রের থেকে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা বকেয়া পাওনা আছে।
সেই টাকা কেন্দ্রের তরফে দিলে আরো ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া যাবে। নবান্নে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন ডিএ আন্দোলনকারীদের। সেই সময় তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন মহার্ঘভাতা সরকারি কর্মীদের অধিকার নয়।
কেন্দ্রের থেকে যে টাকা পাওনা আছে সেই টাকা যদি দিয়ে দেওয়া হয় তাহলে রাজ্য আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা দিতে পারবে কর্মচারীদের। মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লিতে পড়ে রয়েছে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। এনে দিন না টাকাটা। ৩ শতাংশ দিয়েছি, প্রয়োজনে আরও ৩ শতাংশ দেব। এটা করতে তো আমি পারি।”
মুখ্যমন্ত্রীর কথায়, “টিচাররা তো আগে এক তারিখে মাইনেও পেতেন না। বেতন পেতেন তিন-চার মাস অন্তর অন্তর। অনিশ্চিত ছিল পুরোটা। এখন সবার কাছে এক তারিখে মাইনে ঢুকে যায়। সব প্রকল্পের টাকা সময় মত পান সবাই। সবাই সময় মতো পেনশন পান।”
আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি চাকরি করেন আপনি। সেটার জন্য মাইনে পান। কিন্তু কাজ বাদ দিয়ে যদি রাস্তায় বসে আন্দোলন করেন সেটা কি বরদাস্ত করা যায়? বারণ করা হচ্ছে না আন্দোলন করতে। কিন্তু অফিস টাইম বাদ দিয়ে সেটা করুন। সাধারণ মানুষ তো অফিস টাইমে সঠিক সার্ভিস পাচ্ছে না। সার্ভিস রুলের কি ব্রেক হচ্ছে না এতে?”