বাংলা হান্ট নিউজ ডেস্কঃ লখনৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ৯০-এর ঘরে পৌঁছলেও অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছিল। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আর সেই আফসোস করতে হবে না শুভমান গিলকে (Shubman Gill)। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে এবং একাধিক দৃষ্টিনন্দন শট খেলে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম শতরানটি তুলে নিলেন তিনি ৫৬ টি বল খেলে। সেই সঙ্গে কোনও আইপিএল সংস্কৃরণে প্রথমবার ব্যক্তিগতভাবে ৫০০ রানের গণ্ডি অতিক্রম করলেন তারকা ওপেনার।
আইপিএলের বেশিরভাগ ব্যাটারদের মতো অভিনব শট খেলে নয়, গিলের রান আজ এসেছে মূলত কপিবুক ব্যাটিংয়ের ফল হিসাবে। যখন পঞ্চাশের গণ্ডি অতিক্রম করেছিলেন তখন নামের পাশে বেশ কয়েকটি চার থাকলেও ছিল না কোনও ছয়। আর তারপর যখন ১০০ রানের গণ্ডি অতিক্রম করেন তখন নামের পাশে ছিল ১৩ টি চার ও ১টি মাত্র ছয়।
চলতি বছরে টি-টোয়েন্টি টেস্ট ওডিআই ভারতের ভারতের জার্সি গায়ে শতরান করার পাশাপাশি এবার গুজরাট টাইটান্সের জার্সি গায়ে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম শতরানটিও পেয়ে গেলেন তিনি। যদিও শতরান করার পরে ১০১ রানের স্কোর করে তিনি ভুবনেশ্বর কুমারের শিকার হয়ে আউট হয়েছেন। তবে লখনৌয়ের বিরুদ্ধে শত রান হাতছাড়া করার পর তিনি বলেছিলেন মরসুমে এখনো কয়েকটি ম্যাচ বাকি রয়েছে এবং তিনি আশা করছেন যে তিনি শতরান পাবেন। তার সেই দাবিটিকে নিজেই সত্য প্রমাণিত করে দেখিয়েছেন গিল।
তবে আজকে গিল এবং সাই সুদর্শন (৪৭) ছাড়া গুজরাটের বাকি ব্যাটিং লাইন এবং সম্পূর্ণ ব্যর্থ। তারা দুজন বাদে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। তাই গিলের শতরাং সত্ত্বেও আজ ২০ ওভারে ২০০ রানের গন্ডি ছুঁতে পারেনি গুজরাট। সানরাইজার্স হায়দরাবাদের সামনে জয়ের জন্য লক্ষ্য ১৮৯। দুরন্ত বোলিং করে নিজের ৪ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ৫ টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। গিল ছাড়াও ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়ার রশিদ খানদের মতো তারকা ক্রিকেটারদের আউট করেছেন তিনি।