কলকাতায় ফের ED হানা, একাধিক জায়গায় চলছে তল্লাশি! রাজ্য জুড়ে তুঙ্গে জল্পনা  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলকে চমকে দিয়ে ইডি (Enforcement Directorate) হানা দিলো শেক্সপিয়র সরণি ও ম্যাঙ্গো লেনের একটি বেসরকারি সংস্থার অফিসে। জানা গিয়েছে ওই দুই জায়গাতেই অফিস থাকা ‘গেটওয়ে ফাইন্যান্সিয়াল’ সংস্থার বিরুদ্ধে ওঠেছে আর্থিক দুর্নীতির অভিযোগ। তবে এই দুটি জায়গা ছাড়াও শহরের আরও কিছু জায়গায় একই অভিযোগের ভিত্তিতে তল্লাশি করছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দল।

জানা গিয়েছে যে ঐ সংস্থাটি শেয়ার মার্কেট, বৈদেশিক মুদ্রার আদান প্রদান, আইপিও-র সাথে যুক্ত ছিল। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালেই ইডির দুটি প্রতিনিধি দল ওই দুটি ঠিকানার অফিসে ঢুকে মরিয়া তল্লাশি চালায়। গত ১৬ বছর ধরে এই কোম্পানির অফিস চলছে ঠিকানাগুলিতে।

ed

এই আর্থিক তছরূপের বিষয় নিয়ে কর্মীদের জিজ্ঞাসাবাদ করার ইচ্ছা ছিল ইডির প্রতিনিধিদের। কিন্তু তেমনটা পুরোপুরি সম্ভব হয়নি। কারণ যখন তারা অফিসগুলিতে পৌঁছন, তখন নিরাপত্তারক্ষী ছাড়া আর খুব বেশি কর্মীর দেখা পাননি তারা। আশেপাশের অন্য অফিসগুলির কর্মীদের কাছ থেকে জানতে পারা যায় যে গত দুই সপ্তাহের কাছাকাছি সময় জুড়ে এই অফিসগুলিতে কর্মীরা কাজে আসছেন না।

কোম্পানিটির বিরুদ্ধ মামলা রয়েছে একাধিক। এই কোম্পানির মালিকের নাম পিকে আগরওয়াল। তার সঙ্গে এখনও যোগাযোগ করা হয়েছে কিনা সেই ব্যাপারে জানা যায়নি। আপাতত অফিসের নথিপত্র ভালো করে খুঁটিয়ে দেখে তথ্য উদ্ধারের চেষ্টা করেছে ইডি। শেক্সপিয়র সরণির জেমিশন টাওয়ারে তল্লাশি করার সময় সামান্য কিছু কর্মীর সঙ্গে কথা বলেও দেখেছেন তারা।

এই ঘটনা কিভাবে এগোবে সেই দিকে নজর রাখছে ইডি। তবে আপাতত এই তল্লাশির ঘটনার পরে গেটওয়ে ফাইন্যান্সিয়ালের কোনও কর্মীকে গ্রেপ্তার করা হয়নি এখনও পর্যন্ত। তবে ইমপোর্ট-এক্সপোর্টের সঙ্গে জড়িত এই কোম্পানির বিরুদ্ধে যা অভিযোগ, তাতে ভবিষ্যতে একাধিক গ্রেপ্তারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর