বাংলাহান্ট ডেস্ক : অরিজিৎ সিং (Arijit Singh) শুধুমাত্র একজন সঙ্গীতশিল্পী নন। বহু মানুষের কাছেই তিনি আবেগ। তাঁর কন্ঠে মুক্ত ৮ থেকে ৮০। কেবলমাত্র দেশ নয় বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিয়াগঞ্জের ভূমিপুত্রর অগণিত ভক্ত। প্রিয় সংগীতশিল্পীকে একবার সামনে থেকে দেখতে হাজার হাজার টাকা খরচ করতে পারেন অনুরাগীরা। তাঁর ঝুলিতে রয়েছে একগুচ্ছ পুরস্কার। অথচ এই সংগীতশিল্পীর সমালোচনায় সরব হলেন বলিউডের (Bollywood) বর্ষীয়ান গায়িকা অনুরাধা পড়োয়াল (Anuradha Paudwal)।
একটা সময় হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের দাপট দেখিয়েছেন অনুরাধা। ১৯৭৩ সালে ‘অভিমান’ ছবিতে প্রথম কন্ঠ দিয়েছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। পেয়েছেন সেরা গায়িকার তকমা। প্লেব্যাক সিঙ্গিং এর পাশাপাশি তিনি মন দিয়েছিলেন ভক্তিগীতিতেও। খুব অল্প সময়ের মধ্যেই তিনি জিতে নিয়েছিলেন শ্রোতাদের মন।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের রিমিক্স ট্রেন্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বর্ষীয়ান এই সংগীতশিল্পী। তাঁর কথায়, ‘আজ ফির তুমপে’ গানটি শুনেই নাকি তিনি কেঁদে ফেলেছিলেন তিনি। হয়ে গেছিলেন আতঙ্কিত।
১৯৬৮ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল বিনোদ খান্না এবং মাধুরী দীক্ষিত অভিনীত ছবি ‘দয়াবান’। এই ছবিতে ‘আজ ফির তুম পে’ গানটিতে কন্ঠ দিয়েছিলেন অনুরাধা পড়োয়াল এবং পঙ্কজ উদাস। প্রায় ২৬ বছর পর প্রকাশ্যে আসে এই গানের রিমিক্স ভার্সন। আর সেই গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ। হাজারো শ্রোতাদের মন জিততে পারলেও তিনি মন জিততে পারেনি অনুরাধা।
বর্ষীয়ান এই সংগীত শিল্পীর কথায়, ‘অরিজিতের গানটি শুনে আমার এতটাই খারাপ লেগেছিল যে আমি বারবার করে আমার গানটা শুনছিলাম। আমি কখনো ভাবতেই পারিনি এই গানটা এতটা জঘন্য হতে পারে। গানটা শোনার পরেই আমার কান্না পেয়েগেছিল। আতঙ্কিত হয়ে গেছিলাম’।