এগরা, বজবজের পর এবার বিস্ফোরণ বীরভূমে! উড়ে গেল তৃণমূল নেতার বাড়ি, আতংক গোটা এলাকায়

বাংলা হান্ট ডেস্ক : একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে পশ্চিমবঙ্গ (West Bengal)। এগরা, বজবজের পর এবার বীরভূমের দুরবাজপুর (Durbajpur)। বোমা বিস্ফোরণের (Bomb Explosion) ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এই বিস্ফোরণের জেরে এলাকার এক তৃণমূলকর্মীর বাড়ির একাংশ উড়ে গেছে। অভিযোগ, ওই কর্মীর বাড়িতে বোমা মজুত ছিল।

গত কয়েকদিন ধরেই বিস্ফোরণের ঘটনা নিয়ে শোরগোল ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। এগরার খাদিকুলে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাণ হারান প্রায় ১০ জন। সেই রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে বজবজে এক কারখানায় মজুত থাকা বাজিতে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়।

tmc flag
আজ সোমবার দুপুর আড়াইটে নাগাদ বীরভূমের দুরবাজপুরে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড়িতে মজুত থাকা বোমায় বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। দুরবাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের ঘোড়া পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই গ্রামের শেখ সফিক নামে এক ব্যক্তির বাড়ির সিঁড়ির তলায় বোমা মজুত ছিল। সেই বোমাই ফেটে বিপত্তি ঘটে। এর জেরে সফিকের বাড়ির একাংশ উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের বাড়িও ভালো রকম ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যাচ্ছে।

এই ঘটনায় এলাকায় এক মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সফিকের বাড়ির সিঁড়ির নীচে কমপক্ষে ৪০ থেকে ৫০টি বোমা মজুত করা ছিল। সেই বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। বিস্ফোরণের ফলে চিলেকোঠার ছাদ প্রায় উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে ঘটনা ঘটল তা খতিয়ে দেখেছে পুলিস। তবে এই বিস্ফোরণে কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি।


Sudipto

সম্পর্কিত খবর