বাংলা হান্ট ডেস্ক: কয়েক মাস আগেও যে কোম্পানিটির (Bisleri) টাটা গ্রূপের (Tata Group) কাছে বিক্রি হয়ে যাওয়ার প্রসঙ্গে তুমুল জল্পনা শুরু হয়েছিল এবার সেই কোম্পানিটিই বড় চমক সামনে এনে রীতিমতো অবাক করে দিয়েছে সবাইকে। মূলত, এবার দেশের বৃহত্তম প্যাকেজড ওয়াটার কোম্পানি বিসলেরি ইন্টারন্যাশনাল একটি বড় সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার তারা বাজারে নতুন কোল্ড ড্রিংকস নিয়ে আসছে। যার ফলে সংস্থাটি পেপসি, কোকা-কোলা, স্প্রাইটের মতো কোল্ড ড্রিংক ব্র্যান্ডগুলিকে কড়া টক্কর দেবে। শুধু তাই নয়, সম্প্রতি দেশের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সের হাত ধরে ক্যাম্পা কোলা-কে ফিরিয়ে আনা হয়েছে। এমতাস্থায়, নতুন করে এই বাজারে বিসলেরির এহেন পদক্ষেপ আম্বানির চিন্তাও বাড়িয়ে তুলবে।
গত মঙ্গলবার হয়েছে লঞ্চ: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই গত মঙ্গলবার বিসলেরির তরফে ৩ টি ভিন্ন স্বাদের কোল্ড ড্রিংকস লঞ্চ করা হয়েছে। যেগুলি হল রেভ, পপ এবং স্পাইসি জিরা। মূলত, এগুলির মধ্যে কোলা, অরেঞ্জ ও জিরা ফ্লেভারের স্বাদ উপভোগ করতে পারবেন ক্রেতারা। ১৬০ মিলি থেকে ৬০০ মিলি-র মধ্যে এই কোল্ড ড্রিংকসগুলি পাওয়া যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বিসলেরি এর আগে থেকেই কার্বনেটেড পানীয় বিক্রি করত। যেটি পরিচিত লিমোনাটা ব্র্যান্ড হিসেবে। এমতাবস্থায়, এবার এই নতুন কোল্ড ড্রিংকসগুলি লঞ্চের মাধ্যমে বিসলেরি এই বাজারে নিজেদের উপস্থিতিকে আরও শক্তিশালী করেছে।
এই প্রসঙ্গে বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারপারসন জয়ন্তী চৌহান জানিয়েছেন, “দেশে আইকনিক প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে আগে থেকেই বিসলেরি ইন্টারন্যাশনালের সুনাম রয়েছে। তরুণ প্রজন্মের পছন্দের কথা ভেবেই আমরা কিছু সফট ড্রিংকস সামনে এনেছি।”
পাশাপাশি ওই প্রোডাক্টগুলির বিজ্ঞাপনের জন্য সোশ্যাল মিডিয়া সহ ডিজিটাল মিডিয়া মার্কেটিংয়ের ওপরেই জোর দিচ্ছে ওই সংস্থা। ইতিমধ্যেই বেশ কিছু তারকাকে এই বিজ্ঞাপনের সাথে যুক্ত করা হচ্ছে। এই প্রসঙ্গে জয়ন্তী জানিয়েছেন, “বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলি তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আমরা আত্মবিশ্বাসী যে, আমাদের এই ক্যাম্পেইন সবাইকে আকৃষ্ট করতে সফল হবে।”