বিয়ে না করেই অন্তঃসত্ত্বা মালাইকা! অবশেষে নীরবতা ভাঙলেন প্রেমিক অর্জুন কাপুর

বাংলাহান্ট ডেস্ক : বরাবরই খবরই শিরোনামে থাকেন বলিউড (Bollywood) অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। তাঁর ফিটনেস এর কারণেই লাইমলাইটে থাকেন তিনি। যদিও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও সামাজিক মাধ্যমে হয় না কমচর্চা। নিজের থেকে প্রায় বারো বছরের ছোট প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে বর্তমানে লিভইন সম্পর্কে রয়েছেন মালাইকা।

মাত্র কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছিলেন, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। আর এসবের মাঝেই ২০২২ সালের নভেম্বরে হঠাৎ করেই রোটে যায় মালাইকা নাকি মা হতে চলেছেন। একটি গসিপ ম্যাগাজিনের দৌলতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই খবর।

malaika arora

যদিও সেই সময় সকলের এই ভুল ভেঙে দিয়েছিলেন অভিনেতা অর্জুন কাপুর। করেছিলেন তীব্র নিন্দাও। আর এবার ফের একবার মালাইকার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে মুখ খুললেন বনি কাপুরের পুত্র।

এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘মাঝে মাঝে সাধারণ মানুষ ভুলেই যান যে সেলিব্রিটিরাও মানুষ। আসলে বর্তমানে যে সংস্কৃতি চলছে তা নেতিবাচকতার থেকেও খারাপ। সাধারণ মানুষের মনোযোগ টানতে সংবাদ মাধ্যমগুলির যা ইচ্ছে তাই করছে’।

Arjun Kapoor

অভিনেতার সংযোজন, ‘যদিও আমি জানি আমরা অভিনেতা। তাই আমাদের কোন কিছুই আমরা ব্যক্তিগত রাখতে পারি না। এই পেশায় আসার আগে থেকেই সে বিষয়টা আমাদের মাথায় রাখতে হয়। তবে একথাও সত্যি যে যখন খুশি যা খুশি সংবাদ মাধ্যমগুলি লিখে দিতে পারে না। আমি সকলের কাছে অনুরোধ করছি কোন কিছু লেখার আগে একটু ভালো করে ভেবে নিন তারপর লিখুন। এ ধরনের মন্তব্য আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে’।

Arjun Kapoor

গসিপ ম্যাগাজিনে মালাইকার অন্তঃসত্তা হওয়ার খবর ছড়িয়ে পড়ার প্রসঙ্গ টেনে এনে অর্জুন কাপুর বলেন, ‘আমি সাংবাদিকদের বিশ্বাস করি। আর সে কারণেই আমাদের সম্পর্কের প্রথম দিন থেকেই আমরা কোন কিছু রাখঢাক রাখিনি। তবে সকলের কাছে অনুরোধ করব লেখার আগে একটু যাচাই করে লিখবেন। অন্যের জীবনে এমন কিছু লিখবেন না যাতে পরবর্তীতে মূল্য চোকাতে হয়’।

additiya

সম্পর্কিত খবর