বাংলা হান্ট ডেস্কঃ গত শুক্রবার ওড়িশার (Odisha) বালেশ্বরের (Balasore) কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে (Coromandel Express) ভয়াবহ দুর্ঘটনা। রবিবার সন্ধে পর্যন্তও ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল প্রায় ৩০০ ছুঁইছুঁই, ২৮৫ থেকে ২৯৫ এর মধ্যে।
তবে রাতে সরকারি ভাবে সেই পরিসংখ্যান সংশোধন করে জানানো হয়, ২৮৮ বা ২৯৫ নয়, ট্রেন দুর্ঘটনায় ২৭৫ জনের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন ১১৭৫ জন। ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৯৩ জন।
তবে সরকারি তরফে জানানো মৃতের এই পরিসংখ্যান নিয়েই সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রসঙ্গত, শনিবারই দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে রেলমন্ত্রীর সঙ্গে মতবিরোধ বেধেছিল তৃণমূল সুপ্রিমোর। সরকারি মৃতের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। রবিবার ফের একবার সেই পরিসংখ্যান নিয়েই আশঙ্কা শোনা গেল নেত্রীর গলায়।
মমতার কথায়, “রাজ্য থেকে যাওয়া মানুষের মৃত্যু যখন বাড়ছে, সরকারি পরিসংখ্যান সেখানে কমছে কি করে?” বিকেলে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “আমাদের রাজ্য থেকেই ৬১ জনের মৃত্যুর খবরে সিলমোহর পড়েছে। ১৮২ জনকে শনাক্ত করা যায়নি এখনও পর্যন্ত। অনেকে নিখোঁজও রয়েছেন। আমাদের বাড়ছে, আর ওদের কমছে কী করে?”
উল্লেখ্য, রবিবার রাত ৯টা পর্যন্ত এ রাজ্য থেকে মৃতের সংখ্যা বেড়ে ৮৬ হয়েছে। প্রসঙ্গত, দুর্ঘটনার পর শনিবারই সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী। মৃতের সংখ্যা নিয়ে তিনি বলেছিলেন,” রেলমন্ত্রী আগের দিনের পরিসংখ্যান দিচ্ছেন। এখনও উদ্ধারকার্য সম্পন্ন হয়নি”। এতে আপত্তিও জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর। আর এদিন সেই একই ইস্যুতেই ফের সরব মমতা।