শিউরে ওঠার মতো ঘটনা! কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, ফ্লাইটের মধ্যে চিৎকার, তারপর …

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে (Airport)। এক যাত্রী হঠাৎ চিৎকার করে বলে ওঠেন ব্রিটেনগামী কাতার এয়ারওয়েজে রয়েছে বোমা। সেই যাত্রীর চেঁচামেচিতে বিমানবন্দর জুড়ে তৈরি হয় আতঙ্কের। কাতার এয়ারলাইন্সের এই বিমানটির ৫৪১ জন যাত্রীকে নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে যাওয়ার কথা ছিল লন্ডন।

তবে বোমাতঙ্কের খবরের পরই হইচই শুরু হয়ে যায় কলকাতা বিমানবন্দর জুড়ে। বিমান থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের। শুরু হয় তল্লাশি। সূত্রের খবর অনুযায়ী, বিমানের এক যাত্রী টেক অফের এর আগে রাত ৩ টে ২৯ মিনিট নাগাদ চিৎকার করে বলতে থাকেন যে বিমানে বোমা রাখা রয়েছে। এরপর যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে আনা হয়। স্নিফার ডগ দিয়ে শুরু হয় তল্লাশি।

এই ঘটনার ফলে কলকাতা বিমানবন্দরে রাত তিনটে থেকে আটকে রয়েছে এই বিমান। তবে এখনও পর্যন্ত কোনও বোমার সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশ অনুমান করছে যে ওই চিৎকার করা ব্যক্তিটি হয়ত মানসিকভাবে ভাবে অসুস্থ। সিআইএসএফ (CISF) জানার চেষ্টা করছে কেন ওই যাত্রী এই ধরনের কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করলেন। অনেক তদন্তের পরেও এখনো পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তুর সন্ধান মেলেনি।

Fire breaks out near Kolkata airport runway news

যে ব্যক্তি বোমা আছে বলে চিৎকার করে উঠেছিলেন তিনি পুলিশকে জানিয়েছেন, এক ব্রিটিশ সহযাত্রী তাকে জানিয়েছিলেন যে ওই বিমানে বোমা রাখা রয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বাবাকেও। বাবা জানিয়েছেন ওই যুবক মানসিক ভারসাম্যহীন। এই ঘটনার ফলে রীতিমতো হইচই শুরু হয়েছে কলকাতা বিমানবন্দর জুড়ে। প্রতিটি জায়গায় খুঁটিয়ে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা কর্মীরা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর