Jio গ্রাহকদের জন্য বড় খবর! ৬১ টাকার ডেটা বুস্টার প্যাকেজের পরিবর্তন করল কোম্পানি

বাংলাহান্ট ডেস্ক : রিলায়েন্স জিও (Reliance Jio) গত বছর ৫জি পরিষেবা শুরু করে ভারতবর্ষে। এরপর জিওর পক্ষ থেকে বেশ কিছু ৫জি বুস্টার প্ল্যান বাজারে লঞ্চ করা হয়। তার মধ্যে অন্যতম একটি প্ল্যান ৬১ টাকার। যে সকল গ্রাহকরা ২৩৯ টাকার কমের প্যাকেজ রিচার্জ করে থাকেন, তাদের জন্য এই বুস্টার প্ল্যানটি।

সকল গ্রাহকদের ফাইভ জি ওয়েলকাম অফারের আওতায় আনার উদ্দেশ্যে জিও এই বুস্টার প্ল্যান লঞ্চ করে। প্রথমে ৬১ টাকার এই বুস্টার প্ল্যানে পাওয়া যেত ছয় জিবি ডেটা। কিন্তু তারপর এই প্ল্যানে ১০ জিবি ডেটা দেওয়া শুরু করে জিও। তবে আপনাদের জানিয়ে রাখি জিও ৬১ টাকার এই বুস্টার প্ল্যানে পুনরায় ৬ জিবি করেই ডেটা দিচ্ছে।

সংস্থার পক্ষ থেকে অফিশিয়ালি এই ব্যাপারে কোনও ঘোষণা করা হয়নি। তাদের এই ডেটা পরিবর্তনের ব্যাপারটি লক্ষ্য করা যাচ্ছে ওয়েবসাইট ও অ্যাপে। কিন্তু কোনও রকম অফিসিয়াল ঘোষণা ছাড়া জিও কেন গোপনে এই কাজটি করলো তা এখনো স্পষ্ট নয়।

অনেকেই মনে করছেন এর আগে ৬ জিবির বদলে ১০ জিবি ডেটা দেওয়ার ব্যাপারটিও জিও গোপনে করেছিল। হয়তো সেটি কোনো পরীক্ষামূলক উদ্দেশ্যের জন্য করা হয়েছিল, নয়তো বড় রকমের কোনও ভুল ছিল। তবে, এই প্যাকেজের পরিবর্তনের ফলে গ্রাহকদের উপর প্রভাব পড়েছে।

JIO PLAN

জানিয়ে রাখা ভালো ৬১ টাকার এই প্ল্যানটি জিওর একটি অ্যাড অন টপ আপ রিচার্জ। প্রিপেড কম্বো প্ল্যানের মধ্যে এটি পড়ে না। এর নিজস্ব কোনও বৈধতা নেই। বেস্ প্ল্যানের বৈধতার উপর এই টপ আপের বৈধতা নির্ভর করে। নির্দিষ্ট পরিমাণ ডেটা শেষ হয়ে যাওয়ার পর গ্রাহকরা ৬৪ কেবিপিএস স্পিডে ইন্টারনেট সার্ভ করতে পারবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর