বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) খেলতে মাঠে নামতে চলেছে ভারতীয় দল (Team India)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ইংল্যান্ডের ওভালের মাঠে যে তাদের লড়াই একেবারেই সহজ হবে না সেটা সকলেই জানেন। কিন্তু এই ফাইনালের আগে বিরাট কোহলি (Virat Kohli) সম্পর্কে একটি অভিনব তথ্য সকলের সামনে উঠে এলো। এই ফাইনালে ভালো খেললেই তিনি এক ম্যাচেই একসাথে টপকে যাবেন সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar), ডন ব্র্যাডম্যান (Don Bradman), রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও বীরেন্দ্র সেওবাগের (Virender Sehwag) মতো কিংবদন্তিদের। চলুন, দেখে নেওয়া যাক কিভাবে…
কোহলি বনাম ব্র্যাডম্যান: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের বিরুদ্ধে যদি বিরাট কোহলি একটি শতরান করতে পারেন তাহলে তিনি ছুঁয়ে ফেলবেন ডন ব্র্যাডম্যানের ২৯ শতরানের রেকর্ড।
কোহলি বনাম দ্রাবিড়: প্রতিপক্ষ হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪ ম্যাচ খেলে রাহুল দ্রাবিড় (১৯৭৯) সবচেয়ে বেশি রান করার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তার সামনে রয়েছেন শুধু সচিন টেন্ডুলকার এবং ভিভিএস লক্ষ্মণ। বিরাট কোহলি আর ১৮৮ রান করতে পারলে টপকে যাবেন রাহুল দ্রাবিড়কে।
কোহলি বনাম সেওবাগ: বিরাট কোহলির নামের পাশে এইমুহূর্তে ৮৪১৬ টেস্ট রান রয়েছে। এই ম্যাচ মিলে যদি তিনি ১৭০ রান করতে পারেন তাহলে বীরেন্দ্র সেওবাগকে টপকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট রান সংগ্রহের দিক দিয়ে চতুর্থ স্থানে উঠে আসবেন তিনি।
কোহলি বনাম সচিন: ৬৫৭ রান নামের পাশে নিয়ে এখনো পর্যন্ত ভারতীয়দের মধ্যে আইসিসি প্রতিযোগিতার নকআউট পর্যায়ের সর্বোচ্চ স্কোরার সচিন টেন্ডুলকার। বিরাট কোহলির নামের পাশে এই বিশেষ ক্ষেত্রে রয়েছে ৬২০ রান। আর ৩৮ রান করতে পারলে তিনি সচিনকে টপকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইসিসি নকআউট পর্যায়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন।