কোহলির প্রশংসা, রবি শাস্ত্রীর কাছে খেলেন খোঁচা! ধারাভাষ্যে ফিরে দিন কেমন কাটছে সৌরভের?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রায় চার বছর পরে আজ আরও একবার ধারাভাষ্যের জগতে প্রত্যাবর্তন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এই পেশায় অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু ২০১৯ সালে বিসিসিআই (BCCI) সভাপতি হওয়ার পর থেকে তাকে এই পেশায় আর দেখা যায়নি। গত বছর এই দায়িত্ব হারিয়েছেন তিনি। তারপর তাকে নানান রকম উদ্যোগের সঙ্গে যুক্ত হতে দেখা গিয়েছে। শেষ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) ম্যাচের জন্য তাকে ফের একবার এই মঞ্চে ফিরতে দেখা গেল।

বিরাট কোহলির সঙ্গে বিসিসিআই সভাপতি থাকার সময় তার ঠান্ডা লড়াই প্রত্যক্ষ করেছে গোটা ক্রিকেট বিশ্ব। আজ ধারাভাষ্যের সময় বিরাট কোহলিকে নিয়ে তার কি বক্তব্য থাকে সেদিকে নজর ছিল সকলেরই। বিরাট কোহলি মাঠে ফিল্ডিং করার সময় শুভমান গিলকে কিছু পরামর্শ দিচ্ছিলেন। সেই সময় কমেন্ট্রি বক্সে উপস্থিত সৌরভ প্রশংসা করেন বিরাট কোহলির জুনিয়র ক্রিকেটারকে এই পরিস্থিতিতে গাইড করার জন্য।

প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর সঙ্গে ও তার সম্পর্কটা একেবারেই ভালো নয়। সময় অসময়ে সৌরভকে কেন্দ্র করে নানান রকম তিক্ত মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। আজ কমেন্ট্রি বক্সে দুজনকে ফের একই মঞ্চে একসাথে বসে ধারাভাষ্য দিতে দেখা গিয়েছে। সেই সময়ই সৌরভকে খোঁচা মেরে একটি প্রশ্ন করেন শাস্ত্রী। সকলেই জানেন সৌরভ কিছুদিন আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকা পালন করেছেন। এখানে তার অভিভাবকত্বে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি দিল্লি।

ওই দলের অধিনায়কের দায়িত্ব ছিলেন ডেভিড ওয়ার্নার। তিনি আজ ভারতের বিরুদ্ধে ৪৩ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস খেলে তারপর আউট হন। তিনি যখন ব্যাটিং করছিলেন তখন তার অবসরের প্রসঙ্গে কথা হচ্ছিল ধারাভাষ্যকারদের মধ্যে। তখন রবি শাস্ত্রী সৌরভকে প্রশ্ন করেন, “আপনি তো সম্প্রতি আইপিএলে ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। ওর অবসর প্রসঙ্গে বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে আপনাদের মধ্যে কোন কথা হয়েছে?” সৌরভ অবশ্য মাথা গরম না করে ঠান্ডা মাথায় সেই প্রশ্নের জবাব দেন।

আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম সেশনের শেষে অস্ট্রেলিয়াকে প্রত্যাঘাত করেছে ভারতীয় দল। সিরাজের দাপটে উসমান খাওয়াজাকে দ্রুত ড্রেসিংরুমে ফেরালেও লাবুশানে এবং ওয়ার্নার একটি ভালো পার্টনারশিপ গড়ে তুলেছিলেন নিজেদের মধ্যে। কিন্তু লাঞ্চের বিরতি ঠিক আগে শর্ট বলে তাকে ক্যাচ তুলিয়ে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দিয়েছেন শার্দূল ঠাকুর। অস্ট্রেলিয়া প্রথম দু’ঘণ্টায় দুই উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর