নর্দমার জল দিয়েই হচ্ছে ডাব পরিস্কার! ভিডিও ভাইরাল হতেই বিক্রেতার সাথে যা ঘটল…

বাংলাহান্ট ডেস্ক : ভ্যান ভর্তি টাটকা তাজা ডাব। কিন্তু সেই ডাব সতেজ রাখতে বিক্রেতা ডাবগুলি ধুচ্ছেন নর্দমার জল দিয়ে। এই ছবি কল্পনা করলেও আমাদের গা গুলিয়ে ওঠে। কিন্তু বাস্তবেই ঘটেছে এই ঘটনা। সেই ঘটনার ভিডিও এখন রীতিমতো ভাইরাল (Viral) সোশ্যাল মাধ্যমে।

আমাদের শরীরের পক্ষে ডাব অত্যন্ত উপকারী। বিশেষ করে গরমে ডিহাইড্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য চিকিৎসকেরা ডাবের জল পান করার পরামর্শ দেন। ডাবের জল আমাদের শরীরে পটাশিয়ামের মাত্রা ঠিক রাখে। এছাড়াও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে ডাবের জুরি মেলা ভার।

আমাদের দেশে বিভিন্ন রাস্তার মোড়ে ডাব বিক্রেতাদের দেখা যায়। তারা ছোট ভ্যান বা সাইকেল করে ডাব বিক্রি করেন। কিন্তু এক বিক্রেতা গরমকালে ডাবগুলিকে সতেজ রাখার জন্য নর্দমার জল দিয়ে বারবার ধুচ্ছেন সেগুলিকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শোরগোল পড়ে গিয়েছে।

সম্প্রতি টুইটারে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠের ধারে একটি ছোট ভ্যানে সাজিয়ে রাখা আছে অসংখ্য ডাব। পাশেই রয়েছে একটি নর্দমা। ডাব বিক্রেতা একটি ছোট পাত্র নিয়ে সেই নর্দমা থেকে জল তুলছেন।

এরপর সেই নর্দমার পাশ থেকেই নর্দমার জল ছিটিয়ে দিচ্ছেন ডাবের গায়ে। জনৈক কোনও ব্যক্তি এই গোটা ঘটনা তার মোবাইল ক্যামেরায় বন্দি করেন। এরপর সেই ভিডিও ভাইরাল হয় আগুনের বেগে। ভিডিও ভাইরাল হওয়ার পর তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি নয়ডার (Noida) শ্রী রাধা কৃষ্ণ গার্ডেন কমিউনিটির কাছে। ভিডিও ভাইরাল হওয়ার পর গৌতম বুদ্ধ নগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত ডাব বিক্রেতাকে। ২৮ বছর বয়সী ওই ডাব বিক্রেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২০৭ ধারায় মামলার রুজু করেছে পুলিশ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর