এবার অনেকটাই কমতে চলেছে গমের দাম, বড় পদক্ষেপ মোদী সরকারের

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে গম নিয়ে। এই সিদ্ধান্ত গত ১৫ বছরে প্রথমবার নেওয়া হল সরকারের পক্ষ থেকে। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত সরকার গম মজুতের ক্ষেত্রে উর্ধ্বসীমা বেঁধে দিয়েছে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় পুল থেকে ওপেন মার্কেট সেল স্কিম (OMSS) এর অধীনে প্রথম দফায় উপভোক্তা এবং ব্যবসায়ীদের ১.৫ মিলয়ন টন গম বিক্রি করা হবে।

খাদ্য সচিব সঞ্জীব চোপড়া জানিয়েছেন, গমের (Wheat) দাম বৃদ্ধি পেয়েছে গত মাসে। প্রায় ৮% পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে মান্ডি পর্যায়ে। পাইকারি ও খুচরো বাজারে গমের দাম বৃদ্ধি না পেলেও কেন্দ্রীয় সরকার (Central Government) গম মজুতের ক্ষেত্রে উর্ধ্বসীমা বেঁধে দিয়েছে। সঞ্জীব চোপড়ার কথায়, মান্ডি স্তরে গমের দাম ৮% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে গমের দাম পাইকারি ও খুচরো বাজারে বাড়েনি।

গমের দাম বৃদ্ধি রুখতে সরকার আগামী বছরের মার্চ মাস পর্যন্ত গমের মজুতের ক্ষেত্রে উর্ধ্বসীমা আরোপ করেছে। এই উর্ধ্বসীমা বলবৎ থাকবে স্টক লিমিট ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতা, বড় খুচরো চেইন বিক্রেতা এবং প্রসেসরদের উপর। খাদ্য সচিব জানিয়েছেন, দেশে গম সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তাই সে ক্ষেত্রে নীতি পরিবর্তনের কোনও পরিকল্পনা তাদের নেই। তবে তিনি জানান গম রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বজায় থাকবে।

wheat pti

খাদ্য সচিবের কথায়, দেশে পর্যাপ্ত পরিমাণ গম মজুত রয়েছে ব্যবসায়ী ও কৃষকদের কাছে। অন্যদিকে, গম মজুত রয়েছে কিছু অসামাজিক ব্যক্তিদের কাছে। ঘাটতি না দেখা দেওয়া পর্যন্ত গম আমদানি করার কথা ভাবা হচ্ছে না। গমের মূল্য বৃদ্ধি ঠেকাতে পাইকারদের জন্য ৩ হাজার মেট্রিক টন এবং খুচরো বিক্রেতাদের জন্য ১০ হাজার মেট্রিক টন গম মজুতের উর্ধ্বসীমা বেধে দেওয়া হয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর