বাংলা হান্ট ডেস্কঃ ২০২৩ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দিনক্ষণ ঘোষণার পরই নো ভোট টু টিএমসি’র (No Vote To TMC) ডাক দিয়েছিল আদিবাসী কুড়মি (Kurmi) সমাজ। জঙ্গলমহলে পঞ্চায়েতের লড়াইয়ে নামতে দেখা যেতে পারে আন্দোলনরত কুড়মি সমাজকে, এমনটাই ইঙ্গিত দিয়ে দিন কয়েক আগে তৃণমূলকে বয়কটের ডাক দিয়েছিল কুড়মি সমাজের খাগর ঘেরা কেন্দ্রীয় কমিটি। আর এবার অন্য কোনও রাজনৈতিক দলের প্রতীকে ভোট নয় বরং কুড়মিদের দাবিকে সমর্থনকারী নির্দল প্রার্থীদের সমর্থন করবে, এমনটাই ঘোষণা করে দিল আদিবাসী কুড়মি সমাজ।
এদিন আদিবাসী কুড়মি সমাজ মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো জানান No ST, No Vote। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসকে কোনও মতেই সমর্থন নয় বলেই জানিয়ে দিল কুড়মিরা। কুড়মিদের দেওয়ালে সমস্ত রাজনৈতিক দলের দেওয়াল লিখন ও রাজনৈতিক প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে কুড়মিদের এই ঘোষণায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে শাসক-বিরোধী উভয়েই। কারণ জঙ্গলমহলের এই ভোটারদের ভোটের দিকে তাকিয়ে ছিল সকল রাজনৈতিক দলই। জঙ্গলমহলে কুড়মি সমাজের ভোট একটা বড়ো এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কুড়মিদের দাবি অনুযায়ী, শুধুমাত্র পুরুলিয়া জেলাতেই কুড়মি সম্প্রদায়ের প্রায় ২৩ শতাংশের বেশি ভোটার রয়েছে।
তাই এই শতাংশের দিকে চেয়ে রয়েছে তৃণমূল-বিজেপি উভয়ই। যদিও তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিকভাবে উন্নয়ন দেখে তাকেই সমর্থন জানাবে কুড়মিরা। অন্যদিকে আশায় দিন গুনছে বিজেপিও। তাদের দাবি কুড়মি সমাজ তাদের পাশেই থাকবে।
তবে শাসক-বিরোধীদের স্বপ্ন ভঙ্গ করে আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসক দল এবং অন্য কোনও রাজনৈতিক দলকে সমর্থন নয়। আদিবাসী কুড়মি সমাজের দাবিকে যারা সমর্থন করবে কিংবা নির্দল প্রার্থীদের সমর্থন করবেন তারা।
কুড়মিদের সাফ কথা! যারা তাদের দাবিকে সমর্থন করবে তাকেই পঞ্চায়েত ভোটে সমর্থন করবেন তারা। এবার আসন্ন পঞ্চায়েত ভোটে কুড়মিদের এই ঘোষণার প্রভাব কতটা পড়তে চলেছে তা বোঝা যাবে সময় এলেই।