বাংলাহান্ট ডেস্ক : ইন্টারভিউ (Interview) রাউন্ড অনেক চাকরিপ্রার্থীর কাছে আতঙ্কের সমান। এই ইন্টারভিউয়ে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে চাকরিপ্রার্থীরা ঘাবড়ে যান। আসলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অনেক সময় প্রয়োজন হয় উপস্থিত বুদ্ধির।
তাই এই ধরনের প্রশ্ন ও উত্তর নিয়ে নিয়মিত চর্চা করা উচিত চাকরিপ্রার্থীদের। সাম্প্রতিক সময়ে এই ধরনের বেশ কিছু প্রশ্ন ও উত্তর ঘুরে বেড়াচ্ছে সামাজিক মধ্যমে। আমরাও এমন প্রশ্নগুলি আমাদের প্রতিবেদনে আলোচনা করছি যাতে খানিকটা হলেও সুবিধা হতে পারে চাকরিপ্রার্থীদের।
১) প্রশ্নঃ এমন কোন জিনিস ছেলেরা জীবনে একবার আর মেয়েরা দুবার পায়?
উত্তরঃ উপাধি।
২) প্রশ্নঃ ভারতের কোন শহরকে মায়ানগরী বা স্বপ্নের শহর নামে ডাকা হয়?
উত্তরঃ মুম্বাই (Mumbai) ।
৩) প্রশ্নঃ কোন প্রাণী দাঁত সবসময় বাড়তে থাকে?
উত্তরঃ ইঁদুর।
৪) প্রশ্নঃ ভারতের ড্রাইভিং লাইসেন্স পেতে হলে কত বছর হওয়া বাধ্যতামূলক?
উত্তরঃ ১৮ বছর।
৫) প্রশ্নঃ এমন কি জিনিস যা গরুর চারটি এবং মেয়েদের দুটি থাকে?
উত্তরঃ পা।
৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের মানুষ সর্বাধিক অ্যালকোহল সেবন করে?
উত্তরঃ ছত্রিশগড়।
৭) প্রশ্নঃ কোন পাখির ডিম সবচাইতে দামি?
উত্তরঃ উট পাখির ডিম।
৮) প্রশ্নঃ ভারতের সবচেয়ে নোংরা শহর কোনটি?
উত্তরঃ পাটনা (Patna ) ।
৯) প্রশ্নঃ ভারতের প্রথম কোথায় ট্রেন চালানো হয়েছিল?
উত্তরঃ থানে।
১০) প্রশ্নঃ মেয়েরা কি করতে গিয়ে অনেক চিৎকার করে কিন্তু ছেলেরা চুপ করে থাকে?
উত্তরঃ ঝগড়া করার সময়।
১১) প্রশ্নঃ ভারতের কোন শস্য সবচেয়ে বেশি খাওয়া হয়?
উত্তরঃ ধান (চাল)।
১২) প্রশ্নঃ সূর্যের রশ্মির কয়টি রঙ থাকে?
উত্তরঃ সাতটি।
১৩) প্রশ্নঃ কোন দেশ সাধারণ নাগরিকদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে একটি আইন পাস করেছে?
উত্তরঃ ইউক্রেন (Ukraine)।
১৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় নারী সংখ্যা বেশি?
উত্তরঃ কেরালা (Kerala)।
১৫) প্রশ্নঃ স্বামীর এমন কোন জিনিস যা কিছু মহিলারা মুখে নিতে একেবারেই পছন্দ করেনা?
উত্তরঃ নাম নেওয়া। (অতীত কাল মেয়েরা স্বামীর নাম মুখে নিতেন না। তারা ভাবতেন স্বামীর নাম মুখে নিলে তাদের অমঙ্গল হবে)