বাংলা হান্ট ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) প্রায়শই ব্যাঙ্কগুলির কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন নির্দেশিকা জারি করে। যেগুলি সঠিকভাবে মেনে চলতে হয় ব্যাঙ্কগুলিকে। এদিকে, অনেক সময় আবার দেখা যায় যে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকার নাম করে কিছু ভুল তথ্যও ছড়িয়ে পড়ে সকলের কাছে। যার ফলে বিভ্রান্ত হয়ে পড়েন সবাই।
সেই রেশ বজায় রেখেই এবার ঠিক ওইরকমই ভুয়ো তথ্য সামনে এসেছে। মূলত, এবার এমন খবর ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে যে, RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেছেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স যদি ৩০,০০০ টাকার বেশি হয় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এদিকে, ভাইরাল হওয়া এই বার্তা দেখার পর স্বাভাবিকভাবেই গ্রাহকদের মনে একাধিক প্রশ্নের উদ্রেক ঘটেছে।
সত্যতা যাচাই করেছে PIB: এদিকে, এই ভাইরাল বার্তাটি সম্পর্কে জানার পরেই PIB এটির সত্যতা যাচাই করেছে। পাশাপাশি, PIB ফ্যাক্ট চেক তার অফিসিয়াল টুইটে জানিয়েছে যে, একটি খবরে দাবি করা হচ্ছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। যেখানে বলা হয়েছে কারোর অ্যাকাউন্টে যদি ৩০,০০০ টাকার বেশি থাকে সেক্ষেত্রে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করা হবে। এমতাবস্থায়, PIB-র তরফে এহেন তথ্যের সত্যতা যাচাইয়ের পর জানিয়ে দেওয়া হয় এই খবর সম্পূর্ণ ভুয়ো। পাশাপাশি, RBI এই সংক্রান্ত কোনো ঘোষণা করেনি বলেও জানা গিয়েছে।
কারোর সাথে ভুয়ো বার্তা শেয়ার করবেন না: এদিকে, কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, এই ধরণের ভুয়ো বার্তা কারোর সাথে শেয়ার করা উচিত নয়। এছাড়াও, RBI-এর তরফেও এমন কোনো ঘোষণা করা হয়নি বলেও জানিয়ে দেওয়া হয়।
एक ख़बर में दावा किया जा रहा है कि भारतीय रिजर्व बैंक के गवर्नर ने बैंक खातों को लेकर एक अहम ऐलान किया है कि अगर किसी भी खाताधारक के खाते में 30,000 रुपये से ज्यादा है तो उसका खाता बंद कर दिया जाएगा#PIBFactCheck
▪️ यह ख़बर #फ़र्ज़ी है।
▪️ @RBI ने ऐसा कोई निर्णय नहीं लिया है। pic.twitter.com/dZxdb5tOU9
— PIB Fact Check (@PIBFactCheck) June 15, 2023
আপনিও ভাইরাল বার্তার সত্যতা যাচাই করতে পারেন: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরণের ভুয়ো খবর থেকে দূরে থাকুন এবং এই খবরগুলি কারও সাথে শেয়ার করবেন না। এমতাবস্থায়, আপনিও যদি কোনো ভাইরাল বার্তার সত্যতা জানতে চান সেক্ষেত্রে আপনি ৯১৮৭৯৯৭১১২৫৯-এই মোবাইল নম্বর বা socialmedia@pib.gov.in-এ মেল করতে পারেন।