বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার কর্ণাটক (Karnataka) সরকার “গ্রূহ জ্যোতি স্কিম” (Gruha Jyothi Scheme) নামের একটি প্রকল্প শুরু করার ঘোষণা করেছে। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যের বিদ্যুৎ প্রকল্প ব্যবহারকারীদের বাড়িতে ভর্তুকিযুক্ত বিদ্যুতের খরচ দেওয়ার চেষ্টা করা হবে। যদিও, এতে কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে।
মূলত, কর্ণাটক সরকার এবার একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। যেখানে তারা বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করছে। এমতাবস্থায়, আপনি যদি কর্ণাটকে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে। যা আপনি সেবা সিন্ধু পোর্টালের মাধ্যমে সহজেই পূরণ করতে পারবেন। এটি আপনাকে বিনামূল্যে বিদ্যুতের সুবিধা নিতে সাহায্য করবে। ইতিমধ্যেই সরকার এই পোর্টাল চালু করেছে এবং রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
কিভাবে আবেদন করবেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সংশ্লিষ্ট প্রকল্পে আবেদন করার জন্য একাধিক উপায় রয়েছে। কিন্তু সবচেয়ে সহজ উপায় হল, সেবা সিন্ধু পোর্টাল (Seva Sindhu Portal) ব্যবহার করা। নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে, আপনি রেজিস্ট্রেশন এবং ফর্মটি পূরণ করতে পারেন।
১. প্রথমে সেবা সিন্ধু পোর্টালের ওয়েবসাইটে যান এবং “গ্রূহ জ্যোতি যোজনা”-টি সিলেক্ট করুন।
২. রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড নম্বর এবং ক্যাপচা কোড লিখুন।
৩. তারপর “নেক্সট”-এ ক্লিক করলেই আপনি ডিজিলকারের পেজে পৌঁছে যাবেন।
৪. সেখানে আপনার আধার কার্ড সম্পর্কিত তথ্য দিন এবং OTP-র মাধ্যমে যাচাই করুন।
৫. পরবর্তী পেজে আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর লিখুন।
৬. তারপর একটি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড লিখুন।
৭. এরপর OTP দ্বারা যাচাই করুন এবং সমস্ত পারমিশনে অনুমতি দিন।
৮. এইভাবে আপনার অ্যাকাউন্ট সফলভাবে তৈরি হবে।
বিনামূল্যে বিদ্যুতের জন্য কিভাবে আবেদন করবেন:
১. এক্ষেত্রে প্রথমে আপনাকে সেবা সিন্ধু সার্ভিস পোর্টালে যেতে হবে এবং ইমেল আইডি এবং মোবাইল নম্বর প্রদান করতে হবে।
২. এরপর “Apply for Service” অপশনে ক্লিক করুন।
৩. সেখানে আপনার কাছে উপলব্ধ পরিষেবাগুলির একটি তালিকা প্রদর্শিত হবে। যেখান থেকে আপনি সেগুলি নির্বাচন করতে পারেন।
৪. আপনার নির্বাচনের উপর ভিত্তি করে আবেদনপত্র পূরণ করুন এবং উপযুক্ত তথ্য প্রদান করুন।
৫. তারপর সাবমিট অপশনে ক্লিক করুন এবং সেখানে আপনাকে একটি অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর দেওয়া হবে।
উল্লেখ্য যে, বিনামূল্যে বিদ্যুৎ বিলের স্কিমের সুবিধা নেওয়ার ক্ষেত্রে গত ১৮ জুন থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে। পাশাপাশি, এই স্কিমটি আগামী ১ আগস্ট ২০২৩ থেকে লাগু হবে বলেও জানা গিয়েছে।