আপাতত বঙ্গোপসাগরের কোথায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত? হাওয়া অফিস সামনে আনল বড়সড় তথ্য

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে তীব্র গরমের জেরে রীতিমতো জর্জরিত সবাই। তবে, এই আবহেই এবার স্বস্তির খবর (Weather Update) দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, শুক্রবার বিকেলের পরই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি, দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের ৮ জেলাতেও রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং হলুদ সতর্কতাও। তবে, দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মূলত, শুক্রবার বিকেলের পর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়া ছাড়াও হাওড়া, হুগলিতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে, আগামী শনিবারও উত্তরবঙ্গের আট জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে বলে জানা গিয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি, দক্ষিণের জেলাগুলিতেও আগামীকাল হলুদ সতর্কতা জারি রয়েছে।

এমতাবস্থায়, আগামী পরশু অর্থাৎ রবিবারের ক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেখানে কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় রয়েছে হলুদ সতর্কতা।

এছাড়াও, আগামী ২৬ জুন দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। এমনকি, সেখানকার দুই পার্বত্য জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ওইদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কোনো সতর্কতা হাওয়া অফিসের তরফে জারি করা হয়নি।

weather

পাশাপাশি, ২৭ জুন উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হতে পারে বৃষ্টি। যদিও, কোনো সতর্কতার বিষয়টি সামনে আসেনি। এছাড়াও, দক্ষিণবঙ্গেরও প্রায় প্রতিটি জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে, সেখানেও এখনও কোনো সতর্কতা জারি করা হয়নি। এদিকে হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে যে, আপাতত পশ্চিম-মধ্য ও পার্শ্ববর্তী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। যেটি বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার উপকূলের কাছে রয়েছে বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর