বাংলাহান্ট ডেস্ক: আপনি যদি আদ্যন্ত সিনেপ্রেমী হন তাহলে ‘অ্যাডভেঞ্চার্স অফ টারজান’ (Adventures of Tarzan) ছবির কথা নিশ্চয়ই মনে রেখেছেন। টারজানের কাহিনি নিয়ে হলিউডে, কার্টুনে বহুবার তৈরি হয়েছে ছবি। বলিউডে এই বিষয়ে প্রথম ছবি হল ‘অ্যাডভেঞ্চার্স অফ টারজান’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন হেমন্ত বিরজে (Hemant Birje)।
টারজানের ভূমিকায় অভিনয় করেছিলেন হেমন্ত। তিনি এমন একজন অভিনেতা যাকে ‘ওয়ান টাইম ওয়ান্ডার’ বলা যায়। এমন অনেক অভিনেতাই বলিউডে পা রেখেছেন যারা প্রথম ছবিতে জ্বলে উঠলেও পরবর্তী কালে আর নিজের ছাপ ফেলতে পারেন না। ফলতঃ এক সময়ে ইন্ডাস্ট্রি থেকে হারিয়েই যান তাঁরা।
হেমন্ত বিরজেও এমনি একজন হতভাগ্য অভিনেতা। অ্যাডভেঞ্চার্স অফ টারজান ছিল তাঁর কেরিয়ারের প্রথম ছবি। প্রথম বারেই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন তিনি। কিন্তু ওটাই প্রথম আর ওটাই শেষ। তারপর থেকে আর কোনো ছবিতেই সেভাবে দেখা যায়নি হেমন্তকে। এখন তিনি কোথায় কী অবস্থায় রয়েছেন তা জানেন?
টারজান ছবিতে সুযোগ পাওয়ার আগে পেট চালাতে নিরাপত্তারক্ষীর কাজ করতেন হেমন্ত। একদিন তিনি পরিচালক বব্বর সুভাষের নজরে পড়ে যান। পরিচালক তখন অ্যাডভেঞ্চার্স অফ টারজান ছবির নায়কের জন্য একজন শক্তিশালী অভিনেতা খুঁজছেন। পরিচালকের নজর হেমন্তের উপরে পড়তেই ভাগ্য বদলে যায় তাঁর।
টারজানের চরিত্রের জন্য হেমন্তকেই ফাইনাল করে নিয়েছিলেন বব্বর সুভাষ। তবে চরিত্রটির জন্য সম্পূর্ণ তৈরি হতে আগে কয়েক মাস ট্রেনিং নিতে হয়েছিল তাঁকে। নিজের চরিত্রটা বেশ দক্ষতার সঙ্গেই ফুটিয়ে তুলেছিলেন হেমন্ত। তবুও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটা ধরে রাখতে পারেননি তিনি।
পরবর্তীকালে মিঠুন চক্রবর্তী, সলমন খানের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন হেমন্ত। কিন্তু প্রতিটি ছবিই ফ্লপ হয় তাঁর। এক সময়ে ইন্ডাস্ট্রি থেকে হারিয়েই যান তিনি। মাঝে শোনা গিয়েছিল, তাঁর অবস্থা নাকি এতটাই খারাপ যে মাথার উপর থেকে ছাদটাও চলে গিয়েছে। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি হেমন্ত।