হবে ১ লক্ষ কর্মসংস্থান! পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত গড়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ হাতে মাত্র গোনা পাঁচদিনের সময়। তারপরেই বঙ্গে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। তবে এই সময় চোট পেয়ে বাড়িতে চিকিৎসারত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে অসুস্থ অবস্থাতেও ভোটের প্রচারে অংশ নিতে এদিন বীরভূমের দুবরাজপুরের দলীয় সভায় অডিও বার্তা দিলেন মমতা।

গত সপ্তাহে উত্তরবঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনার পর আজ বীরভূমের (Birbhum) দুবরাজপুরের সভায় ভার্চুয়ালি অংশ নেন মুখ্যমন্ত্রী। সেই সভাতেই কর্মসংস্থান থেকে ভাতা, দলের অন্তর্দ্বন্দ্ব, বিরোধীদের আক্রমণ সবটাই উঠে আসে তৃণমূল সুপ্রিমোর বক্তব্যে।

এদিন বড় প্রতিশ্রুতি দিয়ে মমতা বলেন, ‘দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কাজ হবে। দেউচা পাঁচামি হলে আর বিদ্যুতের কোনও সমস্যা হবে না।’ তৃণমূলের শাসনকালে বীরভূমের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতিও হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুব্রতহীন বীরভূমে নানা সুযোগ-সুবিধার পাশাপাশি বিজেপি সরকারকে উৎখাতের ডাকও তুলেছেন দলনেত্রী।

এদিন তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা রাখেন তৃণমূল সুপ্রিমো। নেত্রী বলেন, “ভুল বুঝবেন না, আমার ৮, ১০ দিন লাগবে। তারপর আমি বেরোতে পারবো। তারপর আমার ছোটখাটো অপারেশন করতে হবে। আমার হাঁটুতে জোর লেগেছে।”

বীরভূমের দুবরাজপুরের দলীয় সভায় অডিও বার্তায় মমতার নিশানায় ছিল গেরুয়া শিবির। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি কাশ্মীরকে শেষ করেছে। এখন বাংলায় চোখ। আদিবাসী দের লাগিয়ে দেওয়া হয়েছে। কামতাপুরির এক নেতা বিজেপি এর এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমরা আদিবাসীদের জন্য আইন করেছি। সেখানে রয়েছে, আদিবাসীদের সম্পদ কেড়ে নেওয়া যাবে না। ৬০ বছরের পরে পেনশন দেওয়া হচ্ছে।”

mamata

মণিপুরের বর্তমান পরিস্থিতিও উঠে আসে মমতার কথায়। তিনি বলেন, “মণিপুরের পরিস্থিতি দেখুন। এগুলো বিজেপি করাচ্ছে।” এদিন সিপিএম-বিজেপিকে একজোটে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, “সংখ্যালঘুদের ভুল বার্তা দেওয়া হচ্ছে যে সিপিআইএম কত মানুষ কে মেরেছে। তাদের হাত থেকে মানুষ মুক্তি পেয়েছে। জঙ্গলমহলে বিজেপি টাকা দিচ্ছে, কার কত কেলেঙ্কারি আছে, সেই তথ্য আমাদের কাছে আছে।”

তার কথায়, “কেউ যদি কোনও অন্যায় করে কোর্ট তাকে শাস্তি দিক। এদিকে কোর্টে কিছু প্রমাণ করতে পারছে না। কংগ্রেস দিল্লিতে বলছে একসঙ্গে লড়ব, বাংলাতে বলছে এসো মমতার বিরুদ্ধে লড়াই করব। দুই রকম লাড্ডু তো হয় না।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর